• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কার্ডে থাকবে না কোনো ব্যক্তিগত তথ্য, ডিসেম্বর থেকে সম্পূর্ণ বদলে যাবে আধারের নকশা

আধার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা আধার তথ্যের অপব্যবহার বন্ধ করতে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত।

প্রতীকী চিত্র

আগামী মাস থেকে সম্পূর্ণ বদলে যেতে চলেছে আধার কার্ডের নকশা। সব পরিকল্পনামাফিক চললে ইউআইডিএআই (ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অফ ইন্ডিয়া) এই বছর ডিসেম্বরের শেষে নতুন আধার কার্ডের ডিজাইন আনবে। এই সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত নিয়েছেন।

ইউআইডিএআই সূত্রে খবর, নতুন আধার কার্ডে নাগরিকদের নাম, ঠিকানা ইত্যাদি কোনো ব্যক্তিগত তথ্য থাকবে না। কার্ডে থাকবে শুধু নাগরিকের ছবি এবং একটি কিউআর কোড। ওই কোড স্ক্যান করলে পাওয়া যাবে নাগরিকদের সমস্ত তথ্য। বর্তমানে যে এম-আধার অ্যাপ রয়েছে সেটির বদলে ব্যবহার করা হবে নতুন অ্যাপ। ওই অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলে পাওয়া যাবে নাগরিকদের সমস্ত তথ্য।

Advertisement

আধার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা আধার তথ্যের অপব্যবহার বন্ধ করতে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত। অনেক সময় হোটেল বা ইভেন্ট আয়োজক সংস্থাগুলিকে আধার কার্ডের তথ্য দিতে হয়। সেই তথ্য তখন আর  সুরক্ষিত থাকে না। আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যাবে না। আধার কার্ডের জেরক্সও জমা রাখা যাবে না।

Advertisement

এই পরিকল্পনা এখনও যদিও চিন্তাভাবনার স্তরেই রয়েছে। ইউআইডিএআই-এর সিইও ভূপেশ কুমার জানিয়েছেন ডিসেম্বরে নতুন আধার কার্ড আসার পর আধার ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ফলে কে কখন নাগরিকদের তথ্য সংগ্রহ করছে তার তথ্য থাকবে ইউআইডিএআই-এর কাছে।

Advertisement