• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আধার কার্ড নেই? দুয়ারে সরকারেই হবে ব্যবস্থা, নির্দেশ মমতার

ভোটার তালিকায় নাম তুলতে আধারকে ১২ নম্বর নথি হিসেবে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ের পরেই রাজ্যজুড়ে তৎপরতা শুরু করেছে প্রশাসন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটার তালিকা নিয়ে সতর্ক থাকার পাশাপাশি যাঁদের এখনও আধার কার্ড হয়নি, তাঁদের জন্য সরাসরি প্রশাসনকে উদ্যোগী হতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, ‘যাঁদের আধার কার্ড নেই, দুয়ারে সরকারের মাধ্যমে তাঁদের আধার করিয়ে দিন।’ নির্দিষ্ট ভাবে জলপাইগুড়ির জেলাশাসককে বললেও, বার্তাটি যে গোটা রাজ্যের প্রশাসনের উদ্দেশে— তা নিয়েই আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, ভোটার তালিকায় নাম তুলতে আধারকে ১২ নম্বর নথি হিসেবে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ের পরেই রাজ্যজুড়ে তৎপরতা শুরু করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘ভোটার তালিকায় নাম আছে কি না তা বার বার দেখে নিতে হবে। শুধু একবার নয়, আগামী কয়েক মাস ধরে খেয়াল রাখতে হবে। না হলে ওরা বলবে এনআরসি করো।’

Advertisement

Advertisement

Advertisement