প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে সন্ত্রাসবাদী হামলা হতে চলেছে। ফোনে মুম্বই পুলিশকে এমনই জানিয়েছিলেন জনৈক ব্যক্তি। এই হুমকি ফোন পাওয়ার পরই তৎপর হয়েছিলো মুম্বই পুলিশ। বিমান ছাড়ার আগে চালানো হয় তল্লাশি। ফোনের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ বলে জানা গিয়েছে।
মুম্বই পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা-হামলা করার ছক কষেছে। ফোনটি পাওয়ার পরেই হুমকির গুরুত্ব বিবেচনা করে, সঙ্গে সঙ্গে অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে বিষয়টি জানায় পুলিশ। শুরু হয় তদন্ত। প্রধানমন্ত্রীর যাত্রার আগে নিরাপত্তা সংক্রান্ত সবরকম পরিস্থিতি আরও একবার খতিয়ে দেখা হয়। এরপরই পুলিশ গ্রেপ্তার করেছে ওই অভিযুক্তকে।