হোটেল থেকে আনা বিরিয়ানি ‘খেয়ে’ মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম এস সঞ্জীব (৮)। সে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছিল। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের শ্রবণমপট্টি এলাকার ঘটনা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। হোটেল মালিকের বিরুদ্ধেও একটি মামলা রুজু হয়েছে। বিরিয়ানি খেয়েই মৃত্যু না কি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মৃতের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এলাকারই একটি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলেন তাঁরা। সকলের সঙ্গে সঞ্জীবও ওই বিরিয়ানি খায়। রাতে একটু খেলে ঘুমিয়ে পড়ে ওই খুদে। শুক্রবার সকাল ৮টা নাগাদ ছেলেকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেন বাবা সত্যপ্রভু। কিন্তু তার কোনও সাড়াশব্দ পাচ্ছিলেন না। এরপর ছেলেকে নিয়ে হাসপাতালে যান সত্যপ্রভু। সেখান থেকে সঞ্জীবকে কোয়েম্বাটুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা সঞ্জীবকে মৃত বলে ঘোষণা করেন। অভিভাবকদের অভিযোগ, হোটেল থেকে আনা বিরিয়ানি খেয়েই তাঁদের সন্তানের মৃত্যু হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দোকান মালিকের বক্তব্য, ‘সেদিন অনেকেই বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে গিয়েছিলেন। কেউই কোনও অভিযোগ করেননি। ময়নাতদন্তের রিপোর্ট এলে ওই শিশুর মৃত্যুর কারণ জানা যাবে।’