সরকারি প্রকল্পে বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম ও ছবি ব্যবহার না করার মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, আগামী ৬ আগস্ট, বুধবার এই মামলার শুনানি হবে।
সম্প্রতি তামিলনাড়ু সরকার একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘উঙ্গালুদান স্ট্যালিন’ (আপনাদের সঙ্গে স্ট্যালিন)। এই নামকরণ নিয়ে প্রশ্ন তুলে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এআইএডিএমকে সাংসদ সি ভি ষণমুগম। তিনি তাঁর পিটিশনে দাবি করেছিলেন, এই ধরনের প্রচার ২০১৪ সালের সরকারি বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করছে। উদাহরণস্বরূপ তিনি ‘উঙ্গালুদান স্ট্যালিন’ ও ‘নালাম কাকুম স্ট্যালিন স্কিম’–এর নাম উল্লেখ করে জানান, এই দুইটি সরকারি প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে।
Advertisement
এই সব অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন সাংসদ সি ভি ষণমুগম। যদিও সাংসদের এই আর্জিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করেছে তামিলনাড়ু সরকার। এই সংক্রান্ত মামলায় ৩১ জুলাই হাইকোর্ট নির্দেশ দেয়, নতুন সরকারি প্রকল্পে কোনও জীবিত ব্যক্তির নাম ব্যবহার করা যাবে না। এমনকী বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম ও ছবির ব্যবহারও করা যাবে না। এই প্রকল্পের বিজ্ঞাপনে কোনও নেতার নাম ও ছবি এবং ডিএমকে–র প্রতীক বা পতাকার ব্যবহার করা যাবে না। তবে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, নতুন সরকারি প্রকল্পে কোনও আপত্তি নেই আদালতের।
শুধুমাত্র নাম ও ছবি ব্যবহারে ও প্রচারের নিয়ম নিয়ে নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।
Advertisement
হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু সরকার। সরকারের পক্ষে আইনজীবী মুকুল রোহতোগী মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, এটি অত্যন্ত অস্বাভাবিক ও জরুরি ঘটনা, কারণ সরকারের কোনও প্রকল্পে মুখ্যমন্ত্রী বা কোনও রাজনৈতিক ব্যক্তির নাম রাখা যাচ্ছে না। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ মামলার শুনানির তারিখ ঘোষণা করেন।
Advertisement



