• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টুইটে প্রশ্নবানের মুখে সুষমা স্বরাজ

পাসপোর্ট না পেয়ে দেশের বিদেশ মন্ত্রীকে আক্রমণাত্মক ভাষায় টুইট করলেন এক ব্যক্তি।

সুষমা স্বরাজ (Photo: IANS/MEA)

পাসপোর্ট না পেয়ে দেশের বিদেশ মন্ত্রীকে আক্রমণাত্মক ভাষায় টুইট করলেন এক ব্যক্তি।তাঁর ট্যুইটের জবাব দেওয়ার সময় ক্ষুব্ধ হওয়ার জায়গায় ভদ্র ব্যবহার করলেন স্বরাজ।টুইটারে নিজের নামের আগে চৌকিদার তকমা লাগিয়েছেন সুষমা স্বরাজ। ওই ব্যক্তি টুইট করে লিখেছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ আপনি চৌকিদার নন।সময়মতো পাসপোর্ট না পাওয়ার জন্য তার কেরিয়ারে একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে গেছে।এখনো পাসপোর্ট আসেনি।তার জবাবে সুষমা টুইট করে লিখেন’ধন্যবাদ বিদেশমন্ত্রক থেকে আপনার সঙ্গে আজ যোগাযোগ করবে।আপনি যাতে তাড়াতাড়ি পাসপোর্ট পান তার ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন আপনি যেভাবে অভিনন্দন জানিয়েছেন তার জন্য ধন্যবাদ।আরেকজন তো সরাসরি জিজ্ঞাসা করেন ‘টুইটারে কেন নামের আগে চৌকিদার শব্দটি লিখেছেন’।বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জবাব দিয়ে লেখেন ‘আমি নামের আগে চৌকিদার লিখেছি কারণ দেশ ও বিদেশে ভারতীয়দের স্বার্থরক্ষায় আমি চৌকিদারি করি’।

Advertisement

সম্প্রতি টুইটারে এক ব্যক্তি জানান, বিদেশ মন্ত্রী খুব দ্রুত টুইটারে জবাব দিতেন, কিন্তু এখন তার অফিসের কর্মীরা টুইট করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় সুষমা স্বরাজ টেকস্যাভি মন্ত্রীর তকমা পেয়েছেন।তিনি বলেন , ‘এটা আমি আমার ভূত নয়’।

Advertisement

Advertisement