ফেসবুকের সঙ্গে এবার সংসদীয় কমিটি তলব করল ট্যুইটার কর্তৃপক্ষকে 

ফের সংসদীয় কমিটির মুখােমুখি হতে হচ্ছে মার্ক জাকারবার্গের সংস্থাকে। এবার এক্ষেত্রে যােগ হচ্ছে টুইটার।

Written by SNS New Delhi | January 18, 2021 10:15 am

প্রতিকি ছবি (File Photo: iStock)

ফের সংসদীয় কমিটির মুখােমুখি হতে হচ্ছে মার্ক জাকারবার্গের সংস্থাকে। এবার এক্ষেত্রে যােগ হচ্ছে টুইটার। এর আগে সংসদীয় কমিটির সামনে হাজির হতে হয়েছিল ফেসবুক কর্তৃপক্ষকে। 

আগামী ২১ জানুয়ারি ফের তলব করা হয়েছে এই দুই সংস্থাকে। এই দুই সংস্থার কর্তৃপক্ষকে ব্যাখ্যা করতে হবে সােশ্যাল মিডিয়ায় নাগরিকদের স্বার্থ রক্ষা, তথ্য সুরক্ষা ও নারী সুরক্ষা সহ একাধিক বিষয়ে তাদের কি বক্তব্য রয়েছে। 

এই দুই কর্তৃপক্ষের বিরুদ্ধে যথেষ্ট অভিযােগ জমা পড়েছে। সেকারণেই তাদের তলব করা হল। সম্প্রতি হােয়াটসঅ্যাপ সুরক্ষা বিধিতে বদল এনেছে। ভুল, মিথ্যা, ভুয়াে খবর বা গুজব ছড়ানাে রুখতে না পারা, এইসব অভিযােগ রয়েছে এদের বিরুদ্ধে। এবার সংসদের তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি তলব করল দুই সংস্থার কর্ণধারকে।