আপের নেতা সত্যেন্দ্রকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Written by SNS March 18, 2024 4:30 pm

দিল্লি, ১৮ মার্চ– আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে তাকে ‘অবিলম্বে সত্যেন্দ্রকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ শুধু সত্যেন্দ্র নয়, সংশ্লিষ্ট মামলায় অন্য দুই অভিযুক্ত অঙ্কুশ জৈন এবং বৈভব জৈনেরও জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷
গত বছর মে মাসে জামিন পেয়ে তিহাড় জেলের বাইরে আসেন আপ নেতা৷ তার পর থেকে তাঁর চিকিৎসা চলছে বলেই আদালতে দাবি করা হয়েছিল সত্যেন্দ্রের আইনজীবীর পক্ষে৷ উল্লেখ্য, অসুস্থতার কারণে সত্যেন্দ্রকে অন্তর্বর্তিকালীন জামিন দিয়েছিল সুপ্রিম কোর্টই৷ এরপর একাধিক বার সত্যেন্দ্রের অন্তর্বর্তিকালীন জামিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল৷ তবে আর সত্যেন্দ্রকে জামিন দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট৷ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ দিল্লির প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন পুরোপুরি খারিজ করে দেয়৷ শুনানির শেষে সুপ্রিম কোর্ট সত্যেন্দ্রকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে৷
উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে টাকা নয়ছয়ের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্র৷ অভিযোগ, বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি৷ জেলে যাওয়ার পর থেকে বার বার সত্যেন্দ্র দাবি করেছেন, তিনি অসুস্থ৷ তার পর দেখা যায়, জেলের মধ্যেই অসুস্থ হয়ে পডে়ন সত্যেন্দ্র৷ জ্ঞান হারিয়ে তিহাড় জেলের শৌচালয়ে পডে় যান দিল্লির প্রাক্তন স্বাস্থ্য এবং কারামন্ত্রী৷ সেই ঘটনার পর তডি়ঘডি় সত্যেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেই সঙ্গে সুপ্রিম কোর্টে অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন সত্যেন্দ্র৷ আবেদন মঞ্জুরও করেছিল সুপ্রিম কোর্ট৷