মহাকুম্ভে পদপিষ্টের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। মৌনী অমাবস্যার অমৃতযোগে পদপিষ্টের ঘটনায় জনস্বার্থ মামলার শুনানি গ্রহণ করতে অস্বীকার করেছে দেশের শীর্ষ আদালত। আবেদনকারী আইনজীবী বিশাল তিওয়ারিকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানাতে বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সোমবার প্রধান বিচারপতি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এই মামলায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনারা এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হোন।
মৌনি অমাবস্যার পুণ্য তিথিতে মহাকুম্ভে হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। পুণ্যস্নানের সময় পদপিষ্ট হয়ে মারা যান অন্তত ৩০ জন। আহত হন কমপক্ষে ৬০ জন। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি জনস্বার্থ মামলা দায়ের করেন। সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল এই মামলার শুনানি।
Advertisement
মহাকুম্ভের ভিড় সামাল দিতে উত্তর প্রদেশ সরকারের গাফিলতি, অমনোযোগী মনোভাব এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছিল সর্বোচ্চ আদালতে। যাঁদের গাফিলতিতে এই ঘটনা তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক, এই দাবি জানানো হয়েছিল। মামলাকারীর আবেদন ছিল, শীর্ষ আদালত যেন এই দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করে। কিন্তু সোমবার সুপ্রিম ওই মামলা নিতে রাজি হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে এলাহাবাদ হাইকোর্টে গিয়ে আবেদন জানানোর পরামর্শ দেন।
Advertisement
পদপিষ্ট হওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। উত্তর প্রদেশ সরকারের পক্ষে সওয়াল করা আইনজীবী মুকুল রোহতাগি আদালতে বলেন, তিন সদস্যের বিচারবিভাগীয় কমিশন পদপিষ্টের ঘটনার তদন্ত করছে। একই ধরনের আবেদন উত্তরপ্রদেশের হাইকোর্টে করা হয়েছে বলেও জানান তিনি।
Advertisement



