• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিমার চুক্তি ভাঙলেও পথ দুর্ঘটনায় আহতের পরিবার ক্ষতিপূরণ পাবেন: সুপ্রিম কোর্ট

সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের একটি রায় খারিজ করে দেশের শীর্ষ আদালত (সুপ্রিম কোর্ট) এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

চুক্তির শর্ত ভঙ্গ হলেও পথ দুর্ঘটনায় আহত ব্যক্তি বা তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দিতে বিমা সংস্থা বাধ্য। সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের একটি রায় খারিজ করে দেশের শীর্ষ আদালত এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, ক্ষতিপূরণের অর্থ দেওয়ার পরে বিমা সংস্থা চাইলে আলাদা মামলা করে সেই টাকা গাড়ির মালিকের কাছ থেকে ফেরত নিতে পারবে।

পথ দুর্ঘটনায় আহত আকুল নারায়ণ নামে এক ব্যক্তির আবেদন মঞ্জুর করে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই রায় দেয়। সুপ্রিম কোর্ট বলেছে, বিমার চুক্তি লঙ্ঘন হলেও আহত ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। তবে চুক্তিভঙ্গের দায় যদি গাড়ির মালিকের হয়ে থাকে, সেক্ষেত্রে বিমা সংস্থা তাঁর কাছ থেকেই পুরো অর্থ আদায় করতে পারবে। অতীতে একই বিষয়ে দেওয়া বিভিন্ন রায়ও উল্লেখ করে এই পর্যবেক্ষণ দেয় শীর্ষ আদালত।

Advertisement

ঘটনাটি পাঁচ আসনের একটি যাত্রিবাহী গাড়িকে কেন্দ্র করে। গাড়িটিতে চড়ে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত হন আকুল। দুর্ঘটনার পর মোটর অ্যাক্সিডেন্টস ক্লেমস ট্রাইব্যুনাল ওরিয়েন্টাল ইনসিয়োরেন্স কোম্পানি লিমিটেড ও গাড়ির মালিককে যৌথভাবে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু তেলেঙ্গানা হাইকোর্ট সেই নির্দেশ পরে বাতিল করে দেয়। হাইকোর্টের মতে, পাঁচ আসনের গাড়িতে ৯ জন যাত্রী নেওয়া বিমার শর্ত লঙ্ঘন, তাই বিমা সংস্থা দায়মুক্ত।

Advertisement

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান আহত আকুল। আদালতে বিমা সংস্থা যুক্তি দেয়, চুক্তি অনুযায়ী গাড়ির চালক ও কন্ডাক্টর ছাড়া অন্য কেউ ক্ষতিপূরণ পাওয়ার কথা নয়, তাছাড়া গাড়িতে অতিরিক্ত যাত্রীও ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই যুক্তি খারিজ করে জানায়, আহত ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়ার অধিকার অগ্রাধিকার পাবে। পরে চাইলে বিমা সংস্থা গাড়ির মালিকের বিরুদ্ধে অর্থ উদ্ধারের মামলা করতে পারবে।

Advertisement