• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যুক্তরাষ্ট্রীয় কাঠামো ইডি মানছে না, তামিলনাড়ু দুর্নীতি মামলায় তিরস্কার সুপ্রিম কোর্টের

ইডি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা করছে না বলে ক্ষোভপ্রকাশ করেন প্রধান বিচারপতি

তামিলনাড়ুর তাসম্যাক মামলায় ইডিকে সুপ্রিম ভর্ৎসনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মঙ্গলবার তিরস্কার করেন প্রধান বিচারপতি বি আর গাভাই। ইডি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা করছে না বলে ক্ষোভপ্রকাশ করেন প্রধান বিচারপতি। তামিলনাড়ুর সরকারি সংস্থার কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় মে মাসেও একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করেছিল শীর্ষ আাদালত।

তামিলনাড়ুর এই সরকারি সংস্থার বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। স্টেট মার্কেটিং কর্পোরেশন বা তাসম্যাকের বিরুদ্ধে দুর্নীতির বহু বড়সড় প্রমাণ মিলেছে বলে জানায় ইডি। তদন্তভার নিয়েই ইডি তাসম্যাকের দপ্তরে হানা দেয়। গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতেই ক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্ট।

Advertisement

ইডির বিরুদ্ধে তাসম্যাক এবং তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সেই মামলায় সুপ্রিম কোর্ট জানায় তামিলনাড়ু সরকার নিজেদের মতো করে তদন্ত করছে। ইডি কেন গোটা সংস্থার বিরুদ্ধে মামলা করে তদন্ত চালাচ্ছে, জানাতে চায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতির প্রশ্ন, ‘রাজ্য সরকার তো তদন্ত করছে। এমন তো নয় তদন্ত হচ্ছে না। রাজ্যের এজেন্সির কি তদন্ত করার অধিকার নেই? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কী হল?’

Advertisement

এই বারই প্রথম নয়। এর আগেও এই মামলায় ইডিকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। সেই সময় প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ বলেছিল, ‘ইডি সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা করে না।’ইডির ক্ষমতা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়টি খেয়াল রাখা ইডির উচিত বলে জানায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এর আগে পর্যবেক্ষণে বলেছিল, আর্থিক প্রতারণা মামলায় জামিন পাওয়াই রীতি। জেলযাত্রা ব্যতিক্রম। মঙ্গলবার ইডির কাজের পরিধি নিয়েও প্রশ্ন তুলল শীর্ষ আদালত।

 

Advertisement