• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আগের রায়ই বহাল থাকবে বলে জানিয়েছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

২৬ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আগের রায়ই বহাল থাকবে বলে জানিয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কোনও রকম হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় অনেক ভালো পড়ুয়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মেনে নিয়েছে শীর্ষ আদালত। তবে ভালো পড়ায়ু হলে আবার চাকরি পাবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করেছিল শীর্ষ আদালত। তার ফলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যায়। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য কমিশনকে নির্দেশ দেয় আদালত। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলা হয়।

Advertisement

দাগি প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়া বসতে পারবে না বলেও জানায় আদালত। তাঁদের বেতনও ফেরত দিতে বলা হয়। বাকিরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন বলে জানায় শীর্ষ আদালত। সেই অনুযায়ী একাদশ-দ্বাদশ এবং নবম-দশমে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নেওয়া হয়। ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষা হয়। প্রকাশ করা হয় নতুন তালিকাও।

Advertisement

কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশ এ বিষয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ২৬ হাজার চাকরি বাতিলে রায় পুনর্বিবেচনা এবং নতুন নিয়োগপ্রক্রিয়া স্থগিত করার আবেদন জানান তাঁরা। চাকরিপ্রার্থীদের একাংশের বক্তব্য, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনেককে বঞ্চিত করা হয়েছে। অনেক যোগ্য সুযোগ পাননি। এ নিয়ে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে আর্জি গ্রহণ করতেই চায়নি শীর্ষ আদালত।

প্রধান বিচারপতির মন্তব্য করেন ‘ কোনও প্রক্রিয়া খারিজ হলে ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন। তবে যাঁরা ভালো তাঁরা আবার নিযুক্ত হতে পারবেন।’ এসএসসির নিয়োগপ্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। ২৬ নভেম্বর সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। এক জন ‘দাগি’ চাকরিপ্রার্থীকেও এসএসসি চাকরি দিতে পারবে না বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত।

নতুন নিয়োগপ্রক্রিয়ায় ‘দাগি’ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদেরও সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে এসএসসির বিরুদ্ধে। কমিশন আদালতে জানায়, দাগি প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন বলে তাদের রায় পড়ে মনে হয়েছিল। দাগি প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা নতুন করে চাকরিও পেতে পারেন। কলকাতা হাই কোর্ট তা খারিজ করে দেয়। পরে সেই মামলা ফের সুপ্রিম কোর্টে যায়।

কোনও দাগি চাকরিপ্রার্থীকে চাকরি দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয়। সুপ্রিম কোর্টে এসএসসি নিয়ে যত মামলা ছিল তা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। আপাতত এসএসসি সংক্রান্ত কোনও মামলা শুনবে না শীর্ষ আদালত। তবে হাইকোর্টের সিদ্ধান্তে কোনও সমস্যা তৈরি হলে তা নিয়ে সুপ্রিম কোর্টে জানানো যাবে। এরপর সোমবার আরও একবার ধাক্কা খেল চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের ২৬ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

 

Advertisement