পেঁয়াজের জোগানে টান, রফতানি বন্ধ করে দিল কেন্দ্র

চাহিদার তুলনায় বাজারে পেঁয়াজের জোগান কম। এরই মধ্যে সব ধরনের পেঁয়াজ রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। 

Written by SNS New Delhi | September 16, 2020 5:15 pm

প্রতিকি ছবি (Photo: IANS)

চাহিদার তুলনায় বাজারে পেঁয়াজের জোগান কম। উত্তর ভারত, পূর্ব ভারত, উত্তরপূর্বের রাজ্যগুলিতে গত দেড় সপ্তাহ ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে সব ধরনের পেঁয়াজ রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। 

সােমবার ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডের তরফে নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও ধরনের পেয়াজ রফতানি করা যাবে না। 

প্রসঙ্গত ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড হল বাণিজ্য মন্ত্রকের একটি শাখা। তারা মূলত আমদানি-রফতানির বিষয়টি দেখভাল করে। মাস আটেক আগেই অগ্নিমূল্য হয়েছিল পেঁয়াজ। কিলােপ্রতি দাম পৌছে গিয়েছিল ৫০০ এমনকী ৬০০ টাকাতেও। অনেকের মতে, আবার যাতে সেই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী পেঁয়াজের জোগান রাখতে চাইছে কেন্দ্র। 

এবার পেঁয়াজের ফলন কিছুটা কম হয়েছে। মূলত মহারাষ্ট্রের নাসিকে যে বিপুল পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়, এবার তাতেও কিছুটা সঙ্কট। অনেকের মতে, কোভিড সংক্রমণের কারণেই এমনটা ঘটেছে। 

এনসিপি নেতা শরদ গােবিন্দ পাওয়ার যখন কৃষিমন্ত্রী ছিলেন, তখন বলতেন, পেঁয়াজের উৎপাদন বাড়াকমা এক বছর অন্তর হয়। এক বছর পেঁয়াজের উৎপাদন ভালাে হলে ফসল নষ্ট হয়। কৃষক দাম পান না। পরের বছর তারা কম ফসল ফলান। ফলে জোগানে টান পড়ে। এভাবেই চক্রাকারে বিষয়টি চলতে থাকে। তবে এখন দেখার রফতানি বন্ধ করার পর পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিনা।