দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সানি দেওল। তিনি ফতেগড় চুড়িয়ায় প্রার্থীর সমর্থনে প্রচারে যাচ্ছিলেন,তখনই দুর্ঘটনাটি হয়।পুলিশ জানিয়েছে, সােহেল গ্রামে গুরুদ্বারের সামনে দেওলের এসইউভি গাড়ির একটি টায়ার ফেটে যায়।চালক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলেও তাঁর গাড়ির সঙ্গে তিনটি গাড়ির ধাক্কা লাগে।গুরুদাসপুরের ডেপুটি পুলিশ সুপার (গ্রামীণ)।মনজিৎ সিং জানিয়েছেন,অভিনেতা সানি দেওলের গাড়ির টায়ার ফেটে যাওয়ার ফলে চারটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়।তার মধ্যে একটি গাড়ি স্থানীয় গ্রামবাসীর ছিল।তিনি ফতেগড় চুড়িয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালানাের জন্য গাড়ির শােভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন।গুরুদাসপুর লােকসভা আসনে সানি দেওল কংগ্রেস প্রার্থী সুনীল জাকরের প্রতিদ্বন্দ্বী।
Advertisement
Advertisement



