• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যগুলিকে আর রেমডেসিভির সরবরাহ করা হবে না: কেন্দ্র

চাহিদার তুলনায় উৎপাদন হয়েছে অতিরিক্ত। সে কারণে রাজ্যগুলিকে আর সরবরাহ করা হবে না রেমডেসিভির।

রেমডিসিভির (Photo: IANS)

চাহিদার তুলনায় উৎপাদন হয়েছে অতিরিক্ত। সে কারণে রাজ্যগুলিকে আর সরবরাহ করা হবে না রেমডেসিভির। কোভিড চিকিৎসার জন্য এই ওষুধ জরুরি হয়ে পড়েছিল। শনিবার কেন্দ্রের তরফে জানানাে হয়েছে রেমডেসিভিরের উৎপাদন ১০ গুণ বেড়ে গিয়েছিল। ফলে রাজ্যগুলিকে আর রেমডেসিভির সরবরাহ করা হবে না। 

কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া জানিয়েছেন, রেমডেসিভির উৎপাদন বেড়েছে ১০ গুণ। ১১ এপ্রিল প্রতিদিন ৩৩ হাজার ভায়াল উপাদন হত, সেখানে এখন উৎপাদন হত প্রতিদিন সাড়ে তিন লক্ষ ভায়াল।

Advertisement

অত্যধিক চাহিদা বাড়ার জন্য ১১ এপ্রিল থেকে এই ওষুধের রফতানি বন্ধ করে দেওয়া হয়। দেশেও এই ওষুধের চাহিদা ব্যাপক। তবে চাহিদার অতিরিক্ত উৎপাদন হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী খুশি। যেখানে ২০ টি প্ল্যান্টে এই ওষুধ উৎপাদন হত, সেখানে তা বাড়িয়ে ৩০ প্ল্যান্টে হচ্ছে।

Advertisement

Advertisement