• facebook
  • twitter
Tuesday, 19 August, 2025

ভারতে মিলবে স্টার লিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

মাস্কের সংস্থাকে জমা দিতে হবে ১.৬ কোটি টাকা

ইলন মাস্ক। ফাইল চিত্র

শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্টারলিঙ্ক। ভারতে কার্যক্রম শুরুর অনুমোদন পেতে গেলে স্টারলিঙ্ককে ফেরতযোগ্য এককালীন ১ কোটি ৬০ লক্ষ টাকা জমা দিতে হবে বলে জানা গিয়েছে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, চলতি মাসের মাঝামাঝি সময়ে এই লাইসেন্স পেতে পারে মাস্কের সংস্থা।

যে ১ কোটি ৬০ লক্ষ টাকা দিতে হবে, তার মধ্যে শুধু দায়বদ্ধতা এবং জাতীয় নিরাপত্তার আইনি প্রক্রিয়াগুলির জন্যই দিতে হবে ১.২০ কোটি টাকা। এমনটাই সূত্রের খবর। চলতি মাসের মধ্যেই বাকি ৪০ লক্ষ টাকা মিটিয়ে দিতে হবে। চুক্তি অনুযায়ী, সমস্ত নিয়ম মেনে না চললে সরাসরি ব্যাঙ্ক থেকে ‘গ্যারান্টি’ বাবদ টাকা তুলে নেবে সরকার। সেই সঙ্গে স্টার লিঙ্কের দেওয়া কোনও তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে যে কোনও সময়ে লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও ওই চুক্তিতে জানানো হয়েছে।

সূত্রের খবর, ভারতের টেলিযোগাযোগ ব্যবস্থায় জায়গা করে নিতে শীঘ্রই মাঠে নামতে চলেছে মাস্কের সংস্থা। গত মে মাসের গোড়ার দিকে একটি ইচ্ছাপত্রের মাধ্যমে স্টার লিঙ্কের সঙ্গে কৃত্রিম উপগ্রহ মারফত ইন্টারনেট পরিষেবা প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা জমা দিয়েছিল কেন্দ্র। এর পরেই ভারতে আসেন স্টার লিঙ্কের গ্লোবাল লাইসেন্সিং সংক্রান্ত প্রধান পার্নিল উরধওয়ারেশে। তিনি কেন্দ্রের টেলিকম মন্ত্রকের শীর্ষকর্তাদের সঙ্গেও দিল্লিতে সাক্ষাৎ করেছেন।

ইতিমধ্যে ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী দু’টি সংস্থার সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে স্টারলিঙ্ক। সংস্থা দু’টি হল ভারতী এয়ারটেল এবং জিয়ো। ফলে মাস্কের সংস্থা এ দেশে পরিষেবা প্রদানের অনুমতি পেলে ভারতে ইন্টারনেটের গতি যে কয়েকগুণ বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, ২০০৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন টেলিকমমন্ত্রী এ রাজার আমলে বিভিন্ন সংস্থাকে দেওয়া ‘২জি স্পেকট্রাম লাইসেন্স’ বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। ওই সময় সিবিআই দাবি করেছিল যে, লাইসেন্স বরাদ্দ করার সময় সরকারি কোষাগারের ৩০,৯৮৪ কোটি টাকা ক্ষতি হয়েছিল। এর পর থেকেই লাইসেন্স দেওয়া নিয়ে কড়াকড়ি বেড়েছে। ফলে পরিষেবা চালু করার অনুমতি পেতে গেলে মাস্কের সংস্থাকে গুনতে হবে একটি মোটা টাকা।