মহাকুম্ভে পদপিষ্টের পরিস্থিতি। মৌনী অমাবস্যার অমৃত স্নান ঘিরে রেকর্ড ভিড়। জখম ৩০ জন মহিলা। অমৃত স্নানের আগে ব্যারিকেড ভেঙে ঘটেছে এই দুর্ঘটনা। বুধবার সকালে অমৃত স্নানের জন্য সঙ্গমের দিকে যাওয়ার সময় প্রচন্ড ভিড়ের চাপে একে অপরের ওপর পড়ে গিয়ে এই ঘটনা ঘটে।
প্রসঙ্গত মহাকুম্ভে মৌনী অমাবস্যায় অমৃত স্নান উৎসবের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই মাহেন্দ্রক্ষণে পবিত্র ডুব দেওয়ার জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে। গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ব্যারিকেড ভেঙে আকস্মিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যা ভিড়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ধেয়ে আসা মানুষের স্রোতের বেশ কয়েকজন মহিলা মাটিতে আচমকা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আখড়া কর্তৃপক্ষ সাময়িকভাবে অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হন।
জখম প্রায় ৩০ জন মহিলা পুণ্যার্থীকে দ্রুত মহাকুম্ভের মেলার মাঠের নিকটে অবস্থিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে বেইলি হাসপাতাল এবং স্বরূপ রানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। মেলার প্রত্যক্ষদর্শীরা এই মর্মান্তিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন। জয় প্রকাশ স্বামী, যিনি সরাসরি ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন, তিনি বলেন, সে ভিড়ের মধ্যে আটকা পড়েছিলেন এবং উঠতে পারেননি। তিনি আরও বলেন, ‘আমরা সবাই ভিড়ের মধ্যে আটকা পড়েছিলাম। আমিই প্রথম বের হলাম, তারপর বাচ্চাদের এবং আমার বাবা ও মাকে সাহায্য করি।’
কর্ণাটকের বেলগাভি থেকে আসা আরেক প্রত্যক্ষদর্শী বিদ্যা সাহু বলেন, ‘আমরা কর্ণাটকের বেলগাভি থেকে এসেছি। আমরা যখন হাঁটছিলাম তখন পিছন থেকে লোকেরা আমাদের ধাক্কা দিয়ে হুল্লোড়ের মধ্যে ঠেলে দেয়। ঘটনাস্থলের বিপরীত দিকে একটি খুঁটি ছিল এবং সবাই সেই খুঁটিতে আটকে পড়ি।’
এদিকে পরিস্থিতি সামাল দিতে মহাকুম্ভে ভিড় ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী সঙ্গমে ভক্তদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। শহরের উপকণ্ঠেই ভক্তদের দলগুলিকে থামিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত মৌনি অমাবস্যার অমৃত স্নানের অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। বিশেষত স্বর্গীয় প্রান্তিককরণের কারণে এই বছর বিরল ‘ত্রিবেণী যোগ’। যা প্রতি ১৪৪ বছরে মাত্র একবার ঘটে।
সেই পর্যায়ক্রম এই অনুষ্ঠানে জড়ো হওয়া লক্ষ লক্ষ মানুষের উৎসাহ ও ভক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং ভক্তদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।