ফের হিট অ্যান্ড রান। মহারাষ্ট্রের পুনেতে অডির ধাক্কায় মৃত্যু হল একজনের। গুগল বিল্ডিংয়ের সামনে এক অডি গাড়ির চালক প্রথমে স্কুটারে থাকা তিনজনকে ধাক্কা মারেন। অডি গাড়ির সঙ্গে এই সংঘর্ষের জেরে স্কুটারে থাকা তিন আরোহী আহত হয়। এরপর অডিটি সেখানে থেকে চলে যায়।
তারপর অডির চালক একজন বাইক আরোহীকে ধাক্কা দেয়। এর ফলে বাইক আরোহী গুরুতর আহত হন। পেশায় তিনি একজন ফুড ডেলিভারি বয়। গুরুতর আহত ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে রাত দেড়টা নাগাদ কোরেগাঁও পার্কের কাছে গুগল বিল্ডিংয়ের সামনে।
Advertisement
এই ঘটনার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রাই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
আশেপাশে লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টির তদন্ত শুরু করেন। সিসিটিভি ফুটেজ দেখে অডি চালককে
শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়।
Advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রদীপ তয়াল। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। দ্রুতগামী অডি গাড়িটি প্রথমে অ্যাক্টিভাকে ধাক্কা দেয়। তবে স্কুটার আরোহীরা খুব বেশি আঘাত পাননি। আপাতত তাঁরা সুস্থ আছে।
Advertisement



