• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সিকিমে ফের ধস, মৃত অন্তত চার, আহত বেশ কয়েকজন

পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে শুক্রবার ভোরে পাহাড়ের উপরের দিক থেকে নেমে আসা ধসে প্রাণ হারিয়েছেন অন্তত চার জন।

ফাইল

সিকিমে ফের ভয়াবহ ধস। পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে শুক্রবার ভোরে পাহাড়ের উপরের দিক থেকে নেমে আসা ধসে প্রাণ হারিয়েছেন অন্তত চার জন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েক জন। উদ্ধারকাজে তৎপর হয়েছে পুলিশ, সশস্ত্র সীমান্ত বল (এসএসবি) ও স্থানীয় বাসিন্দারা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধসের ফলে একটি বাড়ি সম্পূর্ণভাবে কাদামাটি ও পাথরে ঢেকে যায়। সেই বাড়ির ভিতরেই আটকে পড়েন পরিবারের সদস্যেরা। ঘটনাস্থলে উপস্থিত হন পশ্চিম সিকিমের পুলিশ সুপার গেইজিং শেরিং শেরপা। তিনি জানান, ধসের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় দুই মহিলাকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক জনের। অপর জনের অবস্থাও আশঙ্কাজনক।

Advertisement

পাহাড়ি দুর্গম এলাকায় টানা বৃষ্টির জেরে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হয়ে উঠেছে। ফলে উদ্ধারকার্যে একাধিকবার ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। অতিবৃষ্টির জেরে হিউম নদী প্লাবিত হয়ে দুর্ঘটনাস্থল বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধারকারীদের অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করতে হয় নদীর উপর দিয়ে পৌঁছানোর জন্য। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

Advertisement

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই সিকিমে একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বার বার বন্ধ হয়ে পড়ছে সিকিমের লাইফলাইন বলে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়ক, যা শিলিগুড়ির সঙ্গে সিকিমকে যুক্ত করে। এর ফলে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। গত এপ্রিল ও জুন মাসেও ভূমিধসের কারণে উত্তর সিকিমের বহু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রচুর পর্যটক আটকে পড়েন।

শুধু সিকিমই নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলা বৃষ্টির জেরে বিপর্যস্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার এই সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বজায় থাকতে পারে এই আবহাওয়ার প্রভাব।

Advertisement