• facebook
  • twitter
Thursday, 24 April, 2025

শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন কর্ণাটকের গ্রামে

স্থানীয় সূত্রে খবর, পুড়ে গিয়েছে বহু নথিও, বেশ কয়েকটি ঘরের আলো, পাখা, টিভি এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালির সরঞ্জামও নষ্ট হয়েছে।

আগুন নেভাতে তৎপর দমকল কর্মীরা।

মঙ্গলবার গভীর রাতে কর্ণাটকের যাদগীর জেলার জালিবেঞ্চি গ্রামে আগুন লেগে ক্ষতির সম্মুখীন হয় গ্রামটি। স্থানীয় সূত্রে খবর, সামান্য শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। অন্ততপক্ষে শ’খানেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ততক্ষণে অবশ্য আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। বহু ক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

সমাজমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায়, প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে শর্টসার্কিটের ফলে আগুনের ফুলকি বেরোচ্ছিল। তারপর তা ভয়ানক রূপ নেয়। যার দরুন পার্শ্ববর্তী বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। এ ছাড়াও প্রকাশ্যে এসেছে একের পর এক বাড়ি পুড়তে থাকার দৃশ্যও।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছেন দু’জন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। স্থানীয় সূত্রে খবর, পুড়ে গিয়েছে বহু নথিও, বেশ কয়েকটি ঘরের আলো, পাখা, টিভি এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালির সরঞ্জামও নষ্ট হয়েছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ঝোড়ো বাতাসের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দমকা হাওয়ায় বৈদ্যুতিক তারগুলি একে অপরের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়। যদিও এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি।