• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

বিষের শিশি কানহাইয়াকে হারাতে ইভিএম কারচুপির নিদান শিবসেনার

লোকসভা নির্বাচনে যেন কানহাইয়া কুমার কোনও ভাবেই সংসদে যেতে না পারে দাবি শিবসেনার।

কানহাইয়া কুমার (ছবি- IANS)

কানহাইয়া কুমার একটি বিষের শিশি। রবিবার শিবসেনা নিজেদের মুখপত্র সামনায় এমনই মন্তব্য করেছে।এর পাশাপাশি সামনায় আরও লেখা হয়েছে যে, লোকসভা নির্বাচনে যেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার যে কোনও ভাবেই সংসদে যেতে না পারে। যদি দরকার হয়, তাহলে যেমন মেশিনে কারচুপি করে হলেও তাঁকে হারানো হয়। কানহাইয়ার বিরুদ্ধে এমনই বিতর্কিত মন্তব্য করায় শিবসেনার বিরুদ্ধে সরব হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, সামনা পত্রিকার সম্পাদক ও অন্যতম হেভিওয়েট নেতা সঞ্জয় রাউতকে নোটিশ পাঠিয়েছে কমিশন। তাঁকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শিবসেনার মুখপত্রে কানহাইয়ার বিরুদ্ধে এহেন মন্তব্যের পর সরব হয়েছে তাঁর সিপিআই। সময় নষ্ট না করে তৎক্ষণাত তাঁরা কমিশনের দ্বারস্থ হয়।

ভারত বিরোধী স্লোগান তুলেছেন, এই অভিযোগ বারবার তাঁর বিরুদ্ধে তুলেছে মোদি সরকার। লোকসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিতে বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে এবার বামেদের প্রার্থী হয়েছেন কানহাইয়া। লোকসভা নির্বাচনে তাঁর নাম ঘোষণা হওয়া মাত্রই তিনি প্রচারে নেমে পড়েছেন। জনসংযোগের পাশাপাশি জোরদার প্রচার শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতেও। সম্প্রতি কয়েক মিনিটের একটি ভিডিওতে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা জানেন এই মুহূর্তে দেশ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের গণতন্ত্রের ওপর হামলা করা হচ্ছে অনবরত। আমাদের সংবিধানের মূল বিষয় ধর্মনিরপেক্ষতা, ন্যায় ও সমানাধিকার। সেখানে প্রতি মুহূর্তে আক্রমণ চলছে। এই যে লোকসভার লড়াই, সেখানেও একদিকে নোটতন্ত্র, অন্যদিকে গণতন্ত্র। গণতন্ত্রের পক্ষে যাঁরা রয়েছেন, সেই বিশাল সংখ্যক মানুষের কাছে আমার আবেদন, ২০১৯ এর লোকসভার লড়াই এক ঐতিহাসিক লড়াই। বিগত পাঁচ বছরে দেশে যে ঘৃণা ছড়ানো হয়েছে, দুর্বলের ওপর আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে লড়াই।