দিল্লি, ১০ ফেব্রুয়ারি– অসুস্থ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। সোমবার চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পুত্র ও বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বাবার সঙ্গে দিল্লিতে এসেছেন তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য।
জানা গিয়েছে, শিবু সোরেন শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি জটিল আকার ধারণ করলে ডাক্তারদের পরামর্শ মতো তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। সেখানে ডাক্তাররা তাঁকে সর্বক্ষণ নজরে রেখেছেন। প্রতি মুহূর্তে তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। ডাক্তাররা সার্বিক বিষয় খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবেন তাঁকে রাঁচিতে এখন পাঠানো যাবে কিনা।