আদানি গােষ্ঠীর শেয়ারে ধস

তিনটি বিদেশি তহবিল বাজেয়াপ্তের খবরে আদানি গােষ্ঠীর শেয়ারের দর হুহু করে পড়ল।

Written by SNS New Delhi | June 15, 2021 9:59 pm

আদানি (Photo: Getty)

তিনটি বিদেশি তহবিল বাজেয়াপ্তের খবরে আদানি গােষ্ঠীর শেয়ারের দর হুহু করে পড়ল। রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল সিকিউরিটিজ ডিপােজিটরি লিমিটেড’ (এনএসডিএল) তিনটি বিদেশি তহবিল বাজেয়াপ্ত করার পরেই আদানি গােষ্ঠীর শেয়ারে ধস নামল। 

এই তিনটি বিদেশি তহবিল থেকে গৌতম আদানির সংস্থায় বিনিয়ােগ করা হয়েছিল ৪৩ হাজার ৫০০ কোটি টাকা। তহবিল বাজেয়াপ্তের খবর শােনার পর আদানি গােষ্ঠীর কোম্পানিগুলির শেয়ার বিক্রি করা শুরু হয়। 

আদানি গােষ্ঠীর মূল সংস্থার শেয়ারের দর ছিল শুক্রবার ১,৬০১ টাকার বেশি। সােমবার বাজার খােলার পর তা নেমে আসে ১,৪৪১ টাকা। এরপর একটা সময় দেখা যায়। ১,২১৩ টাকাতে শেয়ার নেমে আসে। অবশ্য পরের দিকে একটু চাঙ্গা হয় শেয়ার। 

বিদেশি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাজার নিয়ামক সংস্থা ‘সেবি’র কাছে এপিএমএস, আলবুলা ইনভেস্টমেন্ট ফান্ড, ক্রেস্টা ফান্ড এই তিন সংস্থার বিরুদ্ধে সঠিকভাবে আর্থিক লেনদেনের হিসেব পেশ করা ছিল না। এই তিন বিদেশি তহবিল বিনিয়ােগ করেছিল আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন এবং আদানি টোটাল গ্যাসে।