টিকা পেতে বিদেশের দ্বারস্থ দিল্লি সহ বেশ কিছু রাজ্য

মারণ ভাইরাস করােনা সংক্রমণের তীব্রতায় প্রতিদিন গড়ে চার লক্ষ ব্যক্তি সংক্রমিত হচ্ছেন এবং মারা যাচ্ছেন গড়ে চার হাজারের বেশি ব্যক্তি।

Written by SNS Delhi | May 13, 2021 11:10 pm

প্রতীকী ছবি (Photo: SNS)

মারণ ভাইরাস করােনা সংক্রমণের তীব্রতায় প্রতিদিন গড়ে চার লক্ষ ব্যক্তি সংক্রমিত হচ্ছেন এবং মারা যাচ্ছেন গড়ে চার হাজারের বেশি ব্যক্তি। কেন্দ্রীয় সরকারের তরফে করােনা টিকাকরণ শিবির শুরু হলেও বেশিরভাগ রাজ্য চাহিদা অনুযায়ী করােনা টিকা পাচ্ছেনা বলে অভিযােগ।

দিল্লির সরকার সিরাম এবং ভারত বায়ােটেক সংস্থার করােনা টিকার ফর্মুলা জানতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেও কোন সদুত্তর পাইনি। ফর্মুলা পেলে অন্যান্য সংস্থা গুলি দ্রুত করােনা টিকা তৈরি করতে পারতাে বলে দাবি দিল্লির অরবিন্দ সরকারের।

তাই নিজ নিজ রাজ্যের করােনা সংক্রমণ এড়াতে বিদেশী করােনা টিকা তৈরি করার সংস্থাগুলির কাছে দারস্থ হলাে দিল্লি, কর্ণাটক, উত্তর প্রদেশ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ রাজ্যগুলি কৰ্ণাটক সরকার ২ কোটি করােনা টিকার বরাত দিয়েছে বিদেশি সংস্থার কাছে। অন্ধ্রপ্রদেশ সরকার রাশিয়ান করােনা টিকা স্পুটনিক ফাইভের বরাত দিয়েছে।

১৫ মের পর তারা জানতে পারবে কত টিকা পেতে চলেছে তারা। কেন্দ্র সরকার জানিয়েছে সব রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮ কোটি টিকা দেওয়া হয়েছে। তিনদিন পর আরও ৭ কোটি ৩০ লক্ষ মত করােনা ভ্যাক্সিন সরবরাহ করা হবে।