• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

নজির গড়ে শেয়ার বাজার ৭৩ হাজার পার

মুম্বই, ১৫ জানুয়ারি– বছরের শুরুতেই ফের চাঙ্গা সেনসেক্স৷ সোমবার সকালে ৭৩ হাজারের গণ্ডি পেরিয়ে নজির গড়ল বম্বে স্টক এক্সচেঞ্জ৷ এই প্রথমবার ৭৩ হাজারের মাত্রা টপকেছে ভারতের সেনসেক্স৷ অন্যদিকে, নিফটিও ২২ হাজারের মাত্রা ছাড়িয়ে গিয়েছে প্রথমবার৷ তবে শুধু ভারত নয়, এদিন একই ছবি দেখা গিয়েছে এশিয়ার সব দেশের শেয়ারেই৷ জাপান বাদে এশিয়ার সব দেশের সেনসেক্সই সোমবার

মুম্বই, ১৫ জানুয়ারি– বছরের শুরুতেই ফের চাঙ্গা সেনসেক্স৷ সোমবার সকালে ৭৩ হাজারের গণ্ডি পেরিয়ে নজির গড়ল বম্বে স্টক এক্সচেঞ্জ৷ এই প্রথমবার ৭৩ হাজারের মাত্রা টপকেছে ভারতের সেনসেক্স৷ অন্যদিকে, নিফটিও ২২ হাজারের মাত্রা ছাড়িয়ে গিয়েছে প্রথমবার৷ তবে শুধু ভারত নয়, এদিন একই ছবি দেখা গিয়েছে এশিয়ার সব দেশের শেয়ারেই৷ জাপান বাদে এশিয়ার সব দেশের সেনসেক্সই সোমবার সকাল থেকে উর্ধ্বমুখী রয়েছে৷
সোমবার সকালে বাজার খুলতেই ৭২০.৩৩ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স৷ তার ফলেই লাফিয়ে ৭৩ হাজারের ঘরে ঢুকে পড়ে সূচক৷ ৭৩,২৮৮.৭৮ পয়েন্ট পর্যন্ত সেনসেক্স পৌঁছে যায়৷ দীর্ঘ সময় পর্যন্ত ৭৩ হাজারের উপরেই রয়েছে এদিনের সেনসেক্স৷ তবে এদিন সবচেয়ে বেশি চওড়া হাসি ফুটেছে উইপ্রোর লগ্নিকারীদের মুখে৷ এদিন একধাপে ১১ শতাংশ শেয়ার বেড়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটির৷ গত শুক্রবার বাজার বন্ধের সময়ে যথেষ্ট লোকসানের মুখে পড়তে হয়েছিল তাদের৷
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে সাম্প্রতিককালে৷ লোহিত সাগরে বাণিজ্যতরী লক্ষ্য করে ইয়েমেনের হাউথি জঙ্গি গোষ্ঠীর হামলা এবং তাদের পালটা দিতে আমেরিকা ও ব্রিটেন সেনার যৌথ প্রত্যাঘাত- সব মিলিয়েই বাড়ছে অস্থিরতা৷