বাবা সিদ্দিকী হত্যায় চাঞ্চল্যকর তথ্য, টাকা নিয়ে বিবাদের জেরে ভিন রাজ্যের ভাড়াটে খুনি নিয়োগ
এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও ৫ সন্দেহভাজন। ফলে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৯ জন। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ৫ জনকে গ্রেপ্তার করে শুক্রবার। ধৃতরা হলেন নিতিন গৌতম সাপ্রে বয়স ৩২, সম্ভাজি কিষান পারধি বয়স ৪৪, প্রদীপ দত্তু থমব্রে ৩৭ বছর, চেতন দিলীপ পারধি ২৭ বছর এবং রাম ফুলচাঁদ কানৌজিয়া, ৪৩ বছর বয়স।