রাহুলের ফোনেই মহারাষ্ট্রে জট সমাধান, চূড়ান্ত ইন্ডিয়া জোটের আসনরফা

Written by SNS March 1, 2024 5:47 pm

মুম্বই, ১ মার্চ– অবশেষে রাহুলের ফোনে জট কাটল মহারাষ্ট্র রাজনীতির৷ মহারাষ্ট্রেও মিলেমিশে লড়বে ইন্ডিয়া জোট৷ মূলত মহা বিকাশ আগাডি় জোটই মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে লড়বে৷ সূত্রের খবর, শিবসেনা (ইউবিটি) লড়বে ২০টি আসনে, কংগ্রেস লড়তে পারে ১৫টি আসনে৷ অন্যদিকে, শরদ পওয়ারের এনসিপি লড়বে ১০টি আসনে৷  সম্ভবত মুম্বই উত্তর-পূর্ব আসনটি ছেডে় দেওয়া হতে পারে ভিবিএ-কে৷

সূত্রের খবর, মহারাষ্ট্রের আসন সমঝোতার সমস্যার সমাধান ঘটিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিই৷ ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরতিতে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ফোনে কথা বলেছেন তিনি৷ কথা বলেছেন শরদ পওয়ারের সঙ্গেও৷ তার পরেই চূড়ান্ত হয় আসন রফা৷ বিশ্লেষকদের অনুমান, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে সাফল্যের পরেই আরও আশাবাদী হয়েছে ইন্ডিয়া জোট৷ তার পর থেকেই একের পর এক রাজ্যে কেটেছে জোটের জট৷ শরদ পওয়ারের দলও একটি আসন নির্দল প্রার্থীকে আসন ছাড়তে পারে৷

লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল এবং পাঞ্জাবে আপ একলা লড়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই ইন্ডিয়া জোট প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ে৷ রাজনীতিক মহল মনে করতে শুরু করে আসন রফার মধ্যে দিয়ে ইতি ঘটবে ‘ইন্ডিয়া’-র৷ কিন্ত্ত এমনটা হয়নি৷ ভাঙণের মধ্যেই একের পর এক রাজ্যেই আসন বন্টন নিয়ে একমত হয়েছে দলগুলো৷ বাংলায় একলা লড়ার নীতি নেওয়ার পরেও কংগ্রেসকে আসন ছাড়া নিয়ে আলোচনা চলছে তৃণমূলের অন্দরেও৷ এহেন পরিস্থিতিতেই মহারাষ্ট্রে চূড়ান্ত হয়ে গেল ইন্ডিয়া জোটের আসন সমঝোতা৷

তবে মহারাষ্ট্রে এই আসন রফা চূড়ান্ত হলেও এখনই সরকারিভাবে ঘোষণা হবে না৷ আগামী দুদিনের মধ্যেই চূড়ান্ত আসনরফা নিয়ে ঘোষণা হতে পারে৷