দেশেই ‘স্কটল্যান্ড’-এর ইচ্ছেপূরণ

Written by Sunita Das March 13, 2024 2:37 pm

সুনীতা দাস 

আমাদের কত না ইচ্ছে৷ তারমধ্যে পৃথিবীর নানান অপরূপ স্থান ঘোরা তো রয়েছেই৷ কিন্তু তাই বলে সব ইচ্ছে পূরণ হবেই তার কোনও মানে নেই৷ কখনও সময় তো কখনও আর্থিক সমস্যা৷ ধরুণ ভিষণ ইচ্ছে স্কটল্যান্ড ঘুরে আসার৷ কিন্তু যখনও তার খরচের বাহার শুনবেন তখনই গুটিয়ে আসবে শখখানি৷ তবে এবার কিন্তু খুব অল্প সামর্থ্যেই আপনি স্কটল্যান্ট ঘোরার ইচ্ছে পূরণ করতে পারেন৷ আরে বাবা ভারতেই তো রয়েছে স্কটল্যান্ড৷ কুর্গ আপনার সব ইচ্ছা পূরণ করে দেবে৷

ভাবছেন এটা আবার কোথায়? কুর্গ দক্ষিণ ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র৷ কফির জন্য বিখ্যাত, কর্ণাটক রাজ্যের একটি সুন্দর পর্যটন কেন্দ্র হলো কুর্গ বা কোড়াগু৷ এখানে পর্যটকরা বারবার ছুটে আসেন প্রকৃতির টানে৷ কুর্গের শান্ত-শীতল পরিবেশ মন কেডে় নেয় ছোট থেকে বড় সবার৷ যদি আপনি দক্ষিণ ভারত যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে কুর্গকে অবশ্যই রাখুন লিস্টে৷

মন্দিকেরি দুর্গ কুর্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র৷ এটি কুর্গের সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরে৷ কর্ণাটকের পাহাডি় অঞ্চলকে যদি আরও কাছ থেকে দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন ব্রক্ষ্মগিরি হিলস থেকে৷ এখান থেকে কুর্গকে আরও সুন্দর দেখায়৷ এখানকার কফি বাগানে দেশের সেরা কফি তৈরি হয়৷ সুবিস্তীর্ণ মালভূমির মধ্যে রাবার, কফি আর কোকর বাগিচা সৌন্দর্য বাডি়য়েছে অতীতের কোডাবা উপজাতিদের বীরভূমি কুর্গের৷ এই জায়গাকে ভারতের স্কটল্যান্ড নামেও ডাকা হয়৷
কফি, গোলমরিচ আর এলাচ হলো কুর্গের প্রধান ফসল৷ কুর্গ সমুদ্র থেকে ৩৫০০ ফুট উঁচুতে অবস্থিত৷ কুর্গ হোমমেড চকলেট আর মশলার জন্যও বিখ্যাত৷ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে ১৮২০ সালের তৈরি ওমকারেশ্বর মন্দিরটি৷ মন্দিরটির কারুকার্য দেখতেই পর্যটকেরা ভিড় করেন এখানে৷

এখানে ভ্রমণের শ্রেষ্ঠ সময়: সেপ্টেম্বর থেকে মার্চ কুর্গ ভ্রমণের সেরা সময়৷ 

কীভাবে যাবেন: কুর্গে কোনো এয়ারপোর্ট বা রেলস্টেশন নেই৷ ভারতের যে কোনো বড় শহর থেকে বেঙ্গালুরুর জন্য ট্রেন আর ফ্লাইট আছে৷ ওখান থেকে বাস/ট্যাক্সি করে মাদিকেরী যেতে পারেন৷ বেঙ্গালুরু থেকে মাদিকেরী ২৬০ কিলোমিটার দূর আর কেএসআরটিসি-এর ভালো ভলভো বাস সার্ভিস ৬ ঘণ্টায় পৌঁছে দেয়৷ মাঙ্গালুরু হয়েও যেতে পারেন৷ যেখান থেকে মাদিকেরী ১২০ কিলোমিটার দূর৷ বেঙ্গালুরু থেকে মাঙ্গালুরুর জন্য ট্রেন আর ফ্লাইট আছে৷ মাদিকেরীর নিকটতম বড় রেলওয়ে জংশন মাইসোর জংশন৷ মাইসোর থেকে মাদিকেরীর দূরত্ব ১১৭ কিলোমিটার৷ গাডি় ভাড়া করে এই পথে সহজেই আসা যায়৷ সময় লাগে আড়াই ঘণ্টার মতো৷
কলকাতা হয়ে যেতে চাইলে আপনাকে হাওড়া থেকে ট্রেনে করে মাইসোর৷ সেখান থেকে গাডি় করে পৌঁছে যাবেন কুর্গে৷ বিমানে করে গেলে আপনাকে নামতে হবে ম্যাঙ্গালোর বিমানবন্দরে৷ সেখান থেকে ১৩৬ কিলোমিটার দূরে কুর্গ৷