রাহুল গান্ধিকে ফের হলফনামা পেশের নির্দেশ সুপ্রিম কোর্টের

বেঞ্চের তরফে বলা হয়,“কংগ্রেস সভাপতি হলফনামা পেশ করে ঠিক কি বলতে চেয়েছেন তা বােঝা যাচ্ছে না।ঠিক কি বলতে চান তা ফের হলফনামা পেশ করে জানানাে হােক।

Written by SNS May 1, 2019 5:32 am

রাহুল গান্ধি (Photo: IANS)

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে সুপ্রিম কোর্ট আরও একটি হলফনামা পেশ করার সুযােগ দিল।প্রধানমন্ত্রী মােদির কঠোর সমালােচনা করতে গিয়ে রাহুল গান্ধি ঘৃণাসূচক মন্তব্য করে বলেছিলেন ‘চৌকিদার চোর হ্যায়’–তাঁর এই মন্তব্য সম্পর্কিত আরও একটি হলফনামা পেশ করার সুযােগ দেওয়া হল।সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে,ভূল মন্তব্য করা হয়েছে।রাহুল গান্ধিও তাঁর ভুল স্বীকার করে আবেদন করেছেন।দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি আদালতে হলফনামা পেশ করে প্রধানমন্ত্রী সম্পর্কে যে ঘৃণাসূচক মন্তব্য করেছিলেন তা নিয়ে ভুল স্বীকার করেছেন।আবার একটিতে প্রধানমন্ত্রী সম্পর্কে যে ঘৃণাসূচক মন্তব্য করার ব্যাপারটি খারিজ করে দেন।তারপরই বেঞ্চের তরফে বলা হয়,“কংগ্রেস সভাপতি হলফনামা পেশ করে ঠিক কি বলতে চেয়েছেন তা বােঝা যাচ্ছে না।ঠিক কি বলতে চান তা ফের হলফনামা পেশ করে জানানাে হােক।