• facebook
  • twitter
Tuesday, 13 January, 2026

সঞ্চয়ে ফের সুদের হার কমাল এসবিআই, সর্বোচ্চ হার ৬.৭০%

এসবিআই-এর পুরনো নীতি অনুযায়ী, প্রবীণ নাগরিক ও অতিপ্রবীণ নাগরিকরা, বিশেষ করে ৮০ বছরের বেশি বয়সিরা আগের মতোই অতিরিক্ত সুদের সুবিধা পাবেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আবারও কমল এসবিআই-এর স্থায়ী আমানতের সুদের হার। এ বছরের মে মাসের ১৬ তারিখ থেকে স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নতুন হারে কার্যকর হচ্ছে সুদের হার। এই নিয়ে টানা পরপর দুই মাসে ফিক্সড ডিপোজিট (এফডি)-র সুদের হার ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাল এসবিআই। বর্তমানে ৬ শতাংশে দাঁড়িয়েছে আরবিআই-এর রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র সদ্য ঘোষণা করা আর্থিক নীতির সঙ্গে সঙ্গতি রেখেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। সংশোধিত সুদের হার ১৬ মে ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এটি প্রযোজ্য হবে ৩ কোটি টাকার কম মূল্যের রিটেইল ডোমেস্টিক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে। এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই তথ্য পাওয়া গিয়েছে।

একনজরে পরিবর্তিত সুদের হার

Advertisement

২ বছর থেকে ৩ বছরের কম: ৬.৭০% (এই মেয়াদেই সর্বোচ্চ সুদ)
৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৫৫%
১ বছর থেকে ২ বছরের কম: ৬.৫০%
৫ বছর থেকে ১০ বছর: ৬.৩০%
অমৃত বৃৃষ্টি স্কিম (৪৪৪ দিন): ৭.০৫% থেকে কমে ৬.৮৫%

Advertisement

তবে এসবিআই-এর পুরনো নীতি অনুযায়ী, প্রবীণ নাগরিক ও অতিপ্রবীণ নাগরিকরা, বিশেষ করে ৮০ বছরের বেশি বয়সিরা আগের মতোই অতিরিক্ত সুদের সুবিধা পাবেন। এই ক্যাটেগরিগুলোর জন্য কোনও পরিবর্তন করা হয়নি।

এই সুদের হার কমানোর মূল কারণ হল আরবিআই-এর আর্থিক নীতিতে বিশেষ পরিবর্তন। লক্ষ্য অর্থনৈতিক বৃদ্ধি। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্কের চাপে ভারতের বৈদেশিক বাণিজ্যে যে চাপ বাড়ছে, তারও প্রতিক্রিয়া হিসেবে আরবিআই এই পদক্ষেপ করেছে। সেজন্য গত এপ্রিল ২০২৫-এ কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশে নামিয়ে এনেছে।

বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, আরবিআই বর্তমান আর্থিক নীতির ফলে ব্যাঙ্কগুলো ধীরে ধীরে সঞ্চয় ছেড়ে ঋণ প্রদানের দিকে গুরুত্ব দিচ্ছে। কারণ, এতে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে, পাশাপাশি ভোগব্যয়ও বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও এই নীতির ফলে সাধারণ সঞ্চয়কারীরা কিছুটা সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা স্থায়ী আমানতের উপর নির্ভর করে সুদের আয়ে জীবনযাপন করেন, তাঁদের জন্য সুদের হার হ্রাস যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে ব্লুমবার্গ ও বিজনেস স্ট্যান্ডার্ড-এর রিপোর্ট অনুযায়ী, এখন ভারতের ব্যাঙ্কিং সেক্টরের মূল লক্ষ্য হল, বাজারে আরও বেশি টাকা সরবরাহ ও ধীরে ধীরে সঞ্চয়ের পরিবর্তে ঋণ প্রদানে জোর দেওয়া। আর সেজন্যই গত এপ্রিল মাসেও এসবিআই ১০ থেকে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমিয়েছিল। এই নিয়ে পরপর দ্বিতীয় মাসে আমানতের সুদে কাটছাঁট করল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।

Advertisement