তাজমহলে গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার চার

তাজমহলের ভিতর গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার দক্ষিণপন্থী সংগঠনের চার নেতা। ধৃতদের চারজনের নাম গৌরব ঠাকুর, সােনু বাঘেল, বিনেশ কুমার ও ঋষি লভনিয়া।

Written by SNS New Delhi | January 6, 2021 8:45 am

তাজ মহল (Photo: Getty Images)

তাজমহলের ভিতর গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার দক্ষিণপন্থী সংগঠনের চার নেতা। ধৃতদের চারজনের নাম গৌরব ঠাকুর, সােনু বাঘেল, বিনেশ কুমার ও ঋষি লভনিয়া। সোমবার তারা তাজমহল’এর ভিতর গেরুয়া পতাক উড়িয়ে সােশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়াে পােস্ট করেন। 

ঘটনার পরেই তাজমহলে উপস্থিত সিআইএসএফ জওয়ানরা আটক করে এই চারজনকে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

সূত্রের খবর অনুসারে, গেরুয়া পতাকা নিয়েই এরা তাজমহলের মধ্যে প্রবেশ করেছিলেন। তারপর ভিতরে গেরুয়া পতাকা দেখালে এদের বাধা দেওয়া হয়। পরে দেখা যায়, ঘটনাটির ভিডিয়াে পােস্ট করা হয়েছে সােশ্যাল মিডিয়ায়, যে ভিডিয়ােটি ভাইরাল হয়। 

তাজগঞ্জ থানার পক্ষ থেকে উমেশচন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, গৌরব ঠাকুর নামে একজনের নেতৃত্বে দক্ষিণপন্থী সংগঠনের সদস্যরা তাজমহল’এ গেরুয়া পতাকা দেখিয়েছেন। পুলিশ এই নিয়ে একটি মামলা করেছে।