ভােটের জন্য আদালতে হাজিরা থেকে রেহাই সাধ্বী প্রজ্ঞার

লােকসভা নির্বাচনে ব্যস্ত থাকায় আদালতে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর ও সুধাকর চতুর্বেদী।

Written by SNS New Delhi | May 22, 2019 10:16 pm

সাধ্বী সিং প্রজ্ঞা(File Photo: IANS)

লােকসভা নির্বাচনে ব্যস্ত থাকায় আদালতে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর ও সুধাকর চতুর্বেদী।মঙ্গলবার সেই আবেদনে সাড়া দিল মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত।২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর , লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরােহিত এবং সুধাকর চতুর্বেদীকে আদালতে হাজিরা দেওয়া থেকে এক সপ্তাহের জন্য ছাড় দেওয়া হল। পুরহিত ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়েছে আদালতের কাছে।লােকসভা নির্বাচনে ভােপাল থেকে লড়ছেন প্রজ্ঞা সিং ঠাকুর এবং মির্জাপুর থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন সুধাকর চতুর্বেদী।প্রজ্ঞা সিং ঠাকুর জানিয়েছেন , ফল ঘােষণার আগে নির্বাচন কমিশনের আরােপিত নির্দেশ পালন করার কাজে তিনি ব্যস্ত থাকবেন।২২ মে-র মধ্যে গণনা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য তাঁকে এজেন্ট বাছাই করতে হবে।তাছাড়া গণনার দিন এবং পরের দিন নির্বাচন সংক্রান্ত কাজে তিনি ব্যস্ত থাকবেন বলে কমিশনকে জানিয়েছেন প্রজ্ঞা।এনআইএ আদালত প্রজ্ঞাকে মালেগাঁওর বিস্ফোরণ স্থলে যাওয়ারও অনুমতি দিয়েছে।