• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

ভারতীর সঙ্গে সাক্ষাতে প্রজ্ঞার চোখে জল

আনন্দাশ্রু–কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতের পর মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের চোখ ছলছল করে উঠল

সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর (File Photo: IANS)

আনন্দাশ্রু–কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতের পর মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের চোখ ছলছল করে উঠল।উমা ভারতী লােকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না ঠিকই তবে ভােপাল আসনে তিনি জয়ী হয়েছেন।ভােপালে দলের প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর শ্যামলা হিলস এলাকায় উমা ভারতীর বাসভবনে গিয়ে দেখা করতে যান।ভারতী ‘ দিদিমাকে অভ্যর্থনা জানিয়ে বলেন,’প্রজ্ঞা সিং ঠাকুরের জয় নিশ্চিত।ভােপাল কেন্দ্র থেকে বিজেপি যেদিন দিদিমার নাম প্রার্থী ঘােষণা করে,সেদিনই ঠিক হয়ে যায় বিজেপি জিতবে।আমরা লড়াই করছি,নিজেকে প্রমাণ করছি,ভােট চাইছি, কিন্তু দিদি মা জিতে গেছেন।উমা ভারতীর সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময়ে প্রজ্ঞা সিং ঠাকুর ভেঙে পড়েন।তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।সাংবাদিক ও মানুষের ভিড়ের মধ্যে নিজের হাতে ভারতী চোখের জল মুছিয়ে দেন।তারপর গালে চুম্বনও করেন ভারতীও দিদিমার পায়ে হাত দিয়ে নমস্কার করেন।