সিভিল সার্ভিসের পরীক্ষার কোচিং সংস্থা শ্রীরাম আইএএস-কে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে কেন্দ্র। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) এই জরিমানা আরোপ করেছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগেই জরিমানা করা হয়েছে।
সিসিপিএ প্রধান কমিশনার নিধি খারে এবং কমিশনার অনুপম মিশ্রের নেতৃত্বে মামলাটি তদন্ত করা হয়েছিল। তদন্তে দেখা গিয়েছে, এই বিজ্ঞাপনটিতে উপভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ এর বিধান লঙ্ঘন করা হয়েছে। সিসিপিএ শ্রীরাম আইএএস ইনস্টিটিউটকে অবিলম্বে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে বলেছে।
গোটা বিষয়টি ২০২২ সালে শ্রীরাম আইএএসের দেওয়া একটি বিজ্ঞাপনের সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞাপনে এই ইনস্টিটিউট দাবি করেছিল যে তাদের প্রতিষ্ঠান থেকে কোচিং নেওয়া ২০০ জনেরও বেশি চাকরিপ্রার্থী ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২২-এ নির্বাচিত হয়েছে। এছাড়াও, বিজ্ঞাপনে, এই প্রতিষ্ঠানটি নিজেকে ভারতের এক নম্বর স্বনামধন্য ইউপিএসসি/আইএএস কোচিং ইনস্টিটিউট বলে বর্ণনা করেছে। এই ইনস্টিটিউটের দাবিগুলির তদন্ত করা হয়েছিল।
সিসিপিএ এই সংস্থার দাবিগুলির তদন্ত করেছে৷ তদন্তে সিসিপিএ দেখেছে যে এই বিজ্ঞাপনটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। প্রতিষ্ঠানটির ২০০ জনের বেশি পরীক্ষার্থী নির্বাচিত হয়েছে, এমন দাবি মিথ্যা। তদন্তে উঠে এসছে ১৭১ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটি কোন কোর্সে সফল প্রার্থীরা প্রকৃতপক্ষে ভর্তি হয়েছিল সে সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। সিসিপিএ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই ১৭১ জনের বেশিরভাগই শ্রীরাম আইএএসের দেওয়া বিনামূল্যের প্রোগ্রাম থেকে এসেছে।
এর মধ্যে ফ্রি ইন্টারভিউ গাইডেন্সে (আইজিপি) অংশ নেন ১০২ জন প্রার্থী। ৫৫ জন প্রার্থী ছিল বিনামূল্যের পরীক্ষার সিরিজে অংশ নেন। মাত্র ৯ জন পরীক্ষার্থী জেনারেল স্টাডিস (জিএস) ক্লাসরুম কোর্সে অংশ নিয়েছিল। তার মধ্যে ৫ জন প্রার্থী এমন ছিলেন যারা রাজ্য সরকারের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে বিনামূল্যে কোচিং নিয়েছিলেন।