• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

পিএনবি কান্ডে নাড়া পড়তেই সামনে রোটোম্যাকের ৩৬৯৫ কোটি টাকার দুর্নীতি

পিএনবি কান্ডে নীরব মোদি ও তাঁর সহযোগীদের কেলেঙ্কারি সামনে আসতেই পর্দাফাঁস হল আরও এক কেলেঙ্কারি। এবার সামনে এল রোটোম্যাক পেনের আর্থিক কেলেঙ্কারি। সিবিআই তদন্তে নেমে রোটোম্যাকের মালিক বিক্রম কোঠারিকে গ্রাফতার করেছে। পাশাপাশি সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে কোনও এক রপ্তানি অর্ডারের জন্য ঋণ পাওয়ার পরে সেই টাকা অফশোর কোম্পানিতে চালান করে দেওয়া হয়েছে।Advertisement

পিএনবি কান্ডে নাড়া পড়তেই সামনে রোটোম্যাকের ৩৬৯৫ কোটি টাকার দুর্নীতি

পিএনবি কান্ডে নীরব মোদি ও তাঁর সহযোগীদের কেলেঙ্কারি সামনে আসতেই পর্দাফাঁস হল আরও এক কেলেঙ্কারি। এবার সামনে এল রোটোম্যাক পেনের আর্থিক কেলেঙ্কারি।

সিবিআই তদন্তে নেমে রোটোম্যাকের মালিক বিক্রম কোঠারিকে গ্রাফতার করেছে। পাশাপাশি সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে কোনও এক রপ্তানি অর্ডারের জন্য ঋণ পাওয়ার পরে সেই টাকা অফশোর কোম্পানিতে চালান করে দেওয়া হয়েছে।

Advertisement

পরে সেই টাকা কোনও রকম এক্সপোর্ট অর্ডার ছাড়াই রোটোম্যাক কোম্পানিতে ফিরে আসে। প্রথমে তদন্তে নেমে রোটোম্যাক দুর্নীতি ২৯১৯ টাকা বলে সিবিআই জানিয়েছিল। পরে সুদ ও অন্যান্য বকেয়া ধরে তা ৩৬৯৫ কোটি টাকা বলে জানান হয়েছে।

Advertisement

সিবিআই স্পষ্ট জানিয়েছে, রপ্তানিকে সাহায্যের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা সেখানে বিনিয়োগই করা হয়নি। পাশাপাশি সিবিআই দেখছে, কীভাবে জাল নথি দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ সংগ্রহ করেছে রোটোম্যাক কোম্পানি।

বিক্রম কোঠারি ব্যাঙ্কে জাল বিল জমা দিয়েছে বলেও দাবি করেছে সিবিআই। এই ঘটনায় সিবিআইয়ের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তদন্তে নেমেছে।

Advertisement