গত প্রায় দেড় বছর ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুরে শান্তিচুক্তি করে বিবদমান দুই গোষ্ঠা কুকি ও মেইতেই। কিন্তু সেই চুক্তির কোন প্রতিফলন নেই স্বাভাবিক জনজীবনে। এক মাস না গড়াতেই ফের রক্তাক্ত উত্তর-পূর্বের এই রাজ্য। অভিযোগ, রবিবার জঙ্গিদের গুলিতে নিহত হন এক মহিলা। গুরুতর জখম তাঁর মেয়ে। আরও জানা গিয়েছে, গুলির লড়াইয়ে আহত হন দুই পুলিশকর্মীও। এই নিয়ে ফের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে মণিপুরে।
Advertisement
সূত্রের খবর, রবিবার দুপুর আড়াইটে নাগাদ কাঙ্গপোকপি জেলার নাথুজাঙ গ্রামে গুলিবৃষ্টি শুরু হয়. নাখুজাঙ গ্রামে শুরু হয়. স্থানীয় মানুষদের দাবি, ড্রোনের সাহায্যে একটি বাড়ির উপর বোমা ফেলা হয়। এই ঘটনায় আতঙ্কিত জনতা প্মরাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করলে শুরু হয় গুলিবৃষ্টি। এই ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। একটি ভিডিওতে দেখা যায়, ড্রোনের সাহায্যে বাড়ির উপর বোমা ফেলা হচ্ছে। সেই সময় দৌড়ে পালাচ্ছেন এলাকার মানুষ। যদিও নিরাপত্তা বাহিনীর তরফে এই দাবির সত্যতা এখনও স্বীকার করা হয়নি। জনতা যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করছেন, তখন গুলিবৃষ্টি শুরু হয়। উভয়পক্ষের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মৃত্যু হয় নাগংবাম সুরবালা নামে এক মহিলার। তাঁর সঙ্গেই ছিলেন তাঁর ১২ বছরের কিশোরী কন্যা। তার চোখের সামনেই ঘটে যায় এই দুর্ঘটনা। গুরুতর জখম হয় ওই কিশোরীও।
Advertisement
Advertisement



