‘প্রেমের সম্পর্ক , লালসার নয় ‘ , নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুবককে জামিন দিল আদালত 

Written by SNS January 13, 2024 4:48 pm

মুম্বাই , ১৩ জানুয়ারি – নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুবককে জামিন দিল বম্বে হাই কোর্ট। আদালতের যুক্তি, ‘নির্যাতিতা’র সঙ্গে ‘অভিযুক্ত’ যুবকের ভালোবাসার সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে যৌন সম্পর্ক গড়ে ওঠে ভালবাসার সূত্রেই। এক্ষেত্রে অভিযুক্তের যৌন লালসা ছিল না। এই পর্যবেক্ষণের পরই নিতিন ধাবেরাও নামে ২৬ বছরের অভিযুক্তকে জামিন দিয়েছে বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ।

১৩ বছরের কিশোরী উধাও হয়ে যায় বাড়ি থেকে। একরাশ উদ্বেগ নিয়ে থানায় ছুটে যান বাবা। এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন ২৬ বছরের যুবক নিতিন ধাবেরাও। সেই মামলা আদালতে ওঠে। কিন্তু কিশোরীর বয়ানেই মামলার মোড় ঘুরে যায়। কিশোরীর বয়ানে ধর্ষণের অভিযোগের কোন যুক্তি খুঁজে পায়নি আদালত। তাই ধর্ষণের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযুক্তকে। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এটা ভালবাসা ছাড়া আর কিছুই নয়।’

নিতিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ‘নির্যাতিতা’ নাবালিকার বাবা। অভিযোগ, ২০২০ সালের ২৩ অগস্ট তাঁর নাবালিকা কন্যার উপর যৌন নির্যাতন করেন ওই যুবক। পুলিশের কাছে নাবালিকার বাবা জানান, বই কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে । কিন্তু তার পর আর বাড়ি ফেরেনি। প্রথমে নিখোঁজ ডায়েরি হয় থানায়। কিশোরীকে খুঁজে বের করে পুলিশ। তখনই জানা যায়, ওই কিশোরী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিশোরী পুলিশকে জানায়, অভিযুক্ত যুবক তাকে বিয়ে করা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে কারণেই বাড়ি থেকে টাকা-গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল সে। বাড়ি থেকে দূরে গিয়ে আশ্রয় নেয় তারা। এরপরই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা।

বিচারপতি ঊর্মিলা যোশী-ফালকের পর্যবেক্ষণ, অভিযুক্ত এবং নির্যাতিতা সম্পর্কে জড়িয়েছিলেন। ২৬ বছরের যুবকের সঙ্গে নাবালিকার প্রেম ছিল। প্রেমের কারণে তাঁরা পরস্পর ঘনিষ্ঠ হন। বিচারপতি বলেন, ‘‘এই মামলায় দেখা যাচ্ছে, যৌন সম্পর্কের যে অভিযোগ করা হয়েছে, সেটা দুই উঠতি বয়সির পরস্পরের প্রতি আকর্ষণের প্রতিফলন। এ নয় যে নাবালিকা ওই যৌবকের যৌন লালসার শিকার হয়েছিল।’