ইউটিউবে এক জনপ্রিয় অনুষ্ঠানে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার কুরুচিকর মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রণবীর। বাবা-মা সম্পর্কে তাঁর কুরুচিকর মন্তব্যে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। অসম থেকে শুরু করে মহারাষ্ট্র, দেশের একাধিক রাজ্যের বেশ কয়েকটি থানায় দায়ের হয়েছে এফআইআর। সেই পাহাড়প্রমাণ অভিযোগ থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলার দ্রুত শুনানির আবেদনও জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে জানিয়েছে, জরুরি তালিকাভুক্তির জন্য মামলার মৌখিক উল্লেখ অনুমোদিত নয়। প্রধান বিচারপতি বলেন, ‘আমি বেঞ্চকে দায়িত্ব দিয়েছি আবেদনটি দুই-তিনদিনের মধ্যে শোনা হবে।’
দেশের নানা প্রান্তে একাধিক অভিযোগ দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। সেগুলির প্রত্যেকটি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। রণবীরকে শুক্রবার তলব করেছে অসম পুলিশ। সেই বিষয়টি উল্লেখ করেই দ্রুত শুনানির আবেদন করেছিলেন রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড়। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি।
ইউটিউইব শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর। সেখানে তিনি বাবা-মা এবং যৌনতা সম্পর্কে এমন মন্তব্য করেন যা চূড়ান্ত বিতর্কের জন্ম দেয়। দেশের বিভিন্ন জায়গায় তাঁর এবং ওই শোয়ের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রণবীর-সহ অনুষ্ঠানে হাজির থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তাঁর রাজ্যের পুলিশ। অন্যদিকে মহারাষ্ট্রেও রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মহারাষ্ট্র নারী এবং শিশু সুরক্ষা কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে। মহারাষ্ট্রে সাইবার বিভাগ তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা নথিভুক্ত করেছে। মধ্যপ্রদেশের ইন্দোরে একটি পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। কমেডি শো-এর সমস্ত পর্ব, অর্থাত মোট ১৮টি পর্ব অপসারণের দাবি জানানো হয়েছে ওই সমস্ত অভিযোগে।
ইউটিউবার সময় রায়নার ওই শোয়ে এই মন্তব্য করেন অপর ইউটিউবার রণবীর। অভিযোগ দায়ের হয়েছে সময় রায়নার নামেও। রায়নার বিরুদ্ধে দায়ের হওয়া একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে অসম পুলিশের একটি দল পুণেতে গিয়েছে। সময় রায়নার বাড়ি পুণের বালেওয়াড়িতে। এই মামলায় নাম জড়িয়েছে জনপ্রিয় ইউটিউবার আশিস চঞ্চলানি, জসপ্রিত সিং, এবং অপূর্ব মাখিজার।