গরমে যাত্রীসেবায় রেলের বিশেষ পরিকল্পনা

Written by SNS April 20, 2024 6:29 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

দিল্লি, ২০ এপ্রিল– গত বছর থেকে শিক্ষা নিয়ে এবার আগে-ভাগেই তৈরি রেল প্রশাসন৷ গরম পড়লেই বিমানের চাহিদা অত্যন্ত বেডে় গিয়েছিল৷ যা সবার পক্ষে দেওয়া সম্ভব নয়৷ যার ফলে এবার অনেকেই ট্রেনে যাত্রার দিকে ঝুঁকতে শুরু করেছেন৷ এই সমস্যাটি বুঝেই এবার রেল এমন ট্রেনগুলিতে খুব বেশি ভিড় না হয়, সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পডে়ন তার ব্যবস্থা করে ফেলেছে৷
এই গরমে যাত্রী সংখ্যা বাড়তে পারে, এই অনুমান থেকেই রেল মন্ত্রক অতিরিক্ত ট্রেন দিচ্ছে৷ ৪৩ শতাংশ ট্রেন বাড়াতে চলেছে রেল৷ রেল মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবং গরমে ভ্রমণের চাহিদা বাড়ার কথা মাথায় রেখে, গরমে ট্রেন রেকর্ড সংখ্যাক ট্রেন চালাতে চলেছে৷ সব মিলিয়ে মোট ৬ হাজার ৩৬৯টি অতিরিক্ত ট্রেনের প্রস্তাব দেওয়া হয়েছে৷
রেল মন্ত্রক বলেছে যে প্রধান রেল রুটে নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে সারা দেশে প্রধান গন্তব্যগুলিকে সংযুক্ত করার জন্য অতিরিক্ত ট্রেনগুলি চালানো হবে৷ ৯ হাজার ১১১টি অতিরিক্ত ট্রেনের মধ্যে, পশ্চিম রেলওয়ে সর্বাধিক ১৮৭৮টি ট্রেন চালাবে৷ এর পরে, উত্তর পশ্চিম রেলওয়ে ১৬২৩টি অতিরিক্ত ট্রেন চালাবে এবং দক্ষিণ মধ্য রেল ১০১২টি এবং পূর্ব মধ্য রেল ১০০০৩টি ট্রেন চালানো হবে৷
রেল মন্ত্রক জানিয়েছে যে সারা দেশে ছডি়য়ে থাকা সমস্ত জোনাল রেলগুলি গ্রীষ্মকালে তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, ওডি়শা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি, ঝাড়খণ্ড থেকে এই অতিরিক্ত যাত্রা ঘোষণা করেছে৷