• facebook
  • twitter
Friday, 22 August, 2025

কেটে গিয়েছে নিম্নচাপ, দক্ষিণে চাপা গরম

আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল শক্তি হারিয়ে নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে। এবার জানা গিয়েছে, একেবারেই কেটে গিয়েছে নিম্নচা

আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল শক্তি হারিয়ে নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে। এবার জানা গিয়েছে, একেবারেই কেটে গিয়েছে নিম্নচাপ। ফলত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে। বেশ কিছু অংশে তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে চাপা গরম অনুভব করবে দক্ষিণবঙ্গের মানুষ। অপরদিকে, পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি বর্ষা প্রবেশ করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও কিছুটা সময় লাগবে। শনিবার দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ফলে গুমোট গরমে ভুগবে দক্ষিণবঙ্গবাসী।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে যাওয়ায় বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে। এছাড়া ৪০ থেক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দেবে। তবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে প্রবল বৃষ্টি হবে না। উত্তরের জেলাগুলোতেও সামনের সপ্তাহে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়বে।