কংগ্রেসের ন্যায় প্রকল্পের পিছনে অমর্ত্য সেনের তত্ত্ব

নির্বাচনের আগে কংগ্রেসের এই বাজিমাত করা ন্যায় প্রকল্প আসলে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মস্তিষ্কপ্রসূত।

Written by SNS March 28, 2019 10:33 am

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Photo: IANS)

দিল্লি,২৭ মার্চ- লোকসভা নির্বাচনের আগে দেশের ৫কোটি গরিব পরিবারকে বার্ষিক ৭২হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সাধারণ নির্বাচনের আগে কংগ্রেসের সার্জিক্যাল স্ট্রাইক বিজেপির ঘুম উড়িয়ে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এরই মাঝে শোনা যাচ্ছে যে, নির্বাচনের আগে কংগ্রেসের এই বাজিমাত করা ন্যায় প্রকল্প আসলে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মস্তিষ্কপ্রসূত। নোবেল জয়ীর ‘দারিদ্রের সূচক মূলক’ তত্ত্বের ওপর তৈরি হয়েছে। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দারিদ্রের সূচক মূলক তত্ত্বে গরিবদের একাধিক ভাগে ভাগ করা হয়েছে। ভীষণ গরিব, অল্প গরিবের মতো ক্ষেত্রে তাদের ভাগ করা হয়েছে। সেই তত্ত্বের ওপর ভিত্তি করে কংগ্রেস সমীক্ষা করে দেখেছে দেশের প্রতিটি পরিবারের অন্তত মাসিক ১২হাজার টাকা আয়ের প্রয়োজন। সেই লক্ষ্যমাত্রা ধরে দেশের প্রতিটি পরিবারের কাছে মাসে ১২হাজার টাকা পৌঁছে দেওয়াই ন্যায় প্রকল্পের মূল লক্ষ্য। কংগ্রেসের এক নেতার কথায়, ‘যদি কোনও পরিবারের আয় মাসে  ৪হাজার টাকা হয় সেক্ষেত্রে ওই পরিবারের প্রয়োজন আরও ৮হাজার টাকা। যদিও সঠিকভাবে এই পরিবারগুলিকে খুঁজে বের করার কাজটাও বেশ কঠিন। সেই কারণে সাহায্য নেওয়া হবে এনএসএসও এবং সিএসও-র মতো সংস্থাগুলির। প্রথমে স্কিমকে পাইলট হিসাবে প্রচার করা হলেও পরে এই স্কিম একাধিক ধাপে চালু করা হবে।

কংগ্রেসের দাবি, ন্যায় প্রকল্পের মাধ্যমে দেশের গরিবরা একটি সুনির্দিষ্ট আয়ের ছত্রছায়ায় আসবেন।

কংগ্রেস নির্বাচনী ইস্তেহার কমিটির সদস্য বালচন্দ্র মুংগেকর সাংবাদিকদের জানান,’ যদি বিজেপি সরকার দেশের মাত্র ১০ থেকে ১৫ জন ব্যবসায়ীর ৩লক্ষ ১৬হাজার কোটি টাকার ঋণ মকুব করতে পারেন সেক্ষেত্রে ওই টাকায় আমাদের প্রকল্প দ্বিগুণ ভালো’।