ইস্তফা রাহুলের, গ্রহণ করল না কংগ্রেসের ওয়ার্কিং কমিটি

লােকসভা নির্বাচনের বিপর্যয়ের দায় ঘাড়ে নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে ইস্তফা দিলেন রাহুল গান্ধি। তবে প্রত্যাশামতােই তা গৃহীত হয়নি।

Written by SNS New Delhi | May 26, 2019 5:37 pm

রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি (Photo: IANS)

লােকসভা নির্বাচনের বিপর্যয়ের দায় ঘাড়ে নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে ইস্তফা দিলেন রাহুল গান্ধি। তবে প্রত্যাশামতােই তা গৃহীত হয়নি।

শনিবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানান রাহুল। তবে সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, সােনিয়া গান্ধি, ড. মনমােহন সিং, মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবি আজাদ, অমরিন্দর সিং, অশােক গেহলট, আহমেদ প্যাটেল সহ অন্যদের কমিটি তা খারিজ করে দিয়েছে। যদিও এএনআই-এর খবর সঠিক নয় বলে পরে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

লােকসভা নির্বাচনের ফলাফল ঘােষণার পর ইউপিএ চেয়ারপার্সন সােনিয়া গান্ধির কাছে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন রাহুল। যদিও পত্রপাঠ তা খারিজ করে দেন সােনিয়া। তবে ছেলেকে তিনি ওয়ার্কিং কমিটির কাছে প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। যদিও কংগ্রেসের ওয়ার্কিং কমিটি আলাদা পথে যে হাঁটবে না, তা প্রত্যাশিত ছিল রাজধানীর রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, প্রচার-পর্বে আক্রমণে ঝড় তুলেও গােটা দেশে মাত্র ৫২ আসন পেয়েছে কংগ্রেস। দলের ন’জন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরেছেন। পরাজিত হয়েছেন গত লােকসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গেও। এমতাবস্থায় সভাপতি হিসেবে হারের দায় নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল। তবে তা গ্রহণ করেনি ওয়ার্কিং কমিটি।

রাহুলের ইস্তফা খারিজ হলেও সংগঠনে পরিবর্তনের প্রয়ােজন মেনে নিয়েছেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। এদিকে আজকের ওয়ার্কিং কমিটির বৈঠকে উল্লেখযােগ্যভাবেই অনুপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, যা নিয়ে জল্পনাও শুরু হয়েছে কংগ্রেসের অভ্যন্তরে।