হাথরস যাচ্ছেন রাহুল , কথা বলবেন স্বজনহারা ও আহতদের সঙ্গে
দিল্লি, ৪ জুলাই – হাথরসে পদপিষ্টদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন রাহুল গান্ধি । বৃহস্পতিবার কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যাবেন রাহুল গান্ধি। গত মঙ্গলবার হাথরসের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। এই পরিস্থিতিতে সেখানে স্বজনহারাদের সঙ্গে দেখা করতে যাবেন লোকসভার বিরোধী দলনেতা।