• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলম্বিয়া থেকে মোদী সরকারকে আক্রমণ রাহুলের

রাহুলের কথায়, 'ভারতে গণতন্ত্রের উপর আক্রমণই সবচেয়ে বড় ঝুঁকি। দেশের সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন ঐতিহ্য ও ধর্মের অনুশীলনের পরিসর প্রয়োজন।'

প্রতিনিধিত্বমূলক চিত্র

এর আগেও নানা সময় মোদী সরকারের বিরোধিতা করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। কলম্বিয়ার মাটিতে দাঁড়িয়ে ফের মোদী সরকারকে আক্রমণ শানালেন রাহুল। বৃহস্পতিবার সে দেশের ইআইএ বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রাখার সময় রাহুল বলেন, গণতন্ত্রের উপর আক্রমণ করছে মোদী সরকার

রাহুলের কথায়, ‘ভারতে গণতন্ত্রের উপর আক্রমণই সবচেয়ে বড় ঝুঁকি। দেশের সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন ঐতিহ্য ও ধর্মের অনুশীলনের পরিসর প্রয়োজন। এই পরিসর বজায় রাখার সর্বোত্তম উপায় হল গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে, গণতান্ত্রিক ব্যবস্থার উপর ব্যাপক আক্রমণ চলছে। তাই তা হয়ে উঠেছে বড় একটি ঝুঁকি।’ অর্থাৎ রাহুলের মতে, গণতন্ত্রের উপর আঘাত করে নিজের বিপদ ডেকে আনছে মোদী সরকার।

Advertisement

পাশাপাশি চিনের সঙ্গে ভারতের তুলনা করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘চিন যা করে আমরা তা করতে পারি না। ওরা মানুষকে দমন করে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করে রেখেছে। আমাদের দেশীয় কাঠামোয় সেটা মেনে নেওয়া যাবে না।’ এরপর ডিমানিটাইজেশন নিয়েও মোদী সরকারকে কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, ‘ওরা নোট বাতিল করেছিল এই ধারণা নিয়ে যে, এর সাহায্যে নগদ থেকে মুক্তি পাবে। কিন্তু তা কাজ করেনি। গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল।’

Advertisement

বিদেশের মাটিতে ইংল্যান্ড, আমেরিকার পর এবার কলম্বিয়া থেকেও বিজেপি সরকারকে আক্রমণ করলেন রাহুল। কেন্দ্রের পক্ষ থেকে এর পাল্টা আসে কিনা সেদিকেই নজর অভিজ্ঞ মহলের।

Advertisement