হিন্দু বিরোধী জবাবে শনিবার আমরোহাতেই একমঞ্চে দুই ‘যুবরাজ’ রাহুল-অখিলেশ

Written by SNS April 20, 2024 6:01 pm

অমরোহা, ২০ এপ্রিল– শুক্রবার আমরোহার সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই বিরোধী রাহুল গান্ধি তথা বিএসপি নেতাকে অখিলেশ সিং যাদবকে কার্যত হিন্দু বিরোধী বলে দেগে দেন৷ মোদির কটাক্ষের একদিন পেরোতে না পেরোতেই উত্তর প্রদেশের সেই আমরোহাতেই শনিবার এক মঞ্চে হাজির কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷
দিল্লির অদূরে উত্তর প্রদেশের এই লোকসভা আসনে ইন্ডিয়া’র প্রার্থী এবার প্রাক্তন বিএসপি সাংসদ দানিশ আলি, বিদায়ী লোকসভায় অধিবেশন কক্ষে বিজেপির এক সাংসদ যাঁকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেছিলেন৷ সেই ঘটনায় দলনেত্রী মায়াবতীর নীরবতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলার পাশাপাশি রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করায় দানিশকে বহিষ্কার করে বিএসপি৷ আমরোহাতেই তিনি এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন৷

এবার লোকসভা ভোটে যে রাজ্যগুলিতে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র বোঝাপড়া ভাল হয়েছে, উত্তর প্রদেশ তার অন্যতম৷ রাজনৈতিক মহলের মতে, বহু বছর পর উত্তর প্রদেশে বিজেপি বিরোধী দুটি দল কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছে৷ তাতে নয়া মাত্রা যোগ করেছে রাহুল ও অখিলেশের বোঝাপড়া৷ আসন সমঝোতায় সংখ্যা নিয়ে জেদ না ধরতে রাজ্য কংগ্রেসকে রাহুলই রাজি করান৷ ফলে অখিলেশ গোড়ায় কংগ্রেসের হাত ধরতে নিমরাজি হলেও পরে তিনিই ইতিবাচক সাড়া দেন৷জোট নিয়ে ইতিবাচক বার্তা দিতেই দু’দিন আগে রাহুল লখনউয়ে অখিলেশের পাশে বসে সাংবাদিক বৈঠক করেন৷

শনিবার দু’জনে আমরোহাতে সভা করবেন শুক্রবার যেখানে প্রধানমন্ত্রী তাঁদের তীব্র আক্রমণ শানান৷ রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেস-সমাজবাদীর বোঝাপড়ায় শঙ্কিত মোদি বিরোধী দুই নেতাকে লাগাতার আক্রমণ করেছেন৷ নাম না করেই বিরোধী দুই নেতা সম্পর্কে বলেন, ‘এই দুই যুবরাজ ও বিরোধীরা আমাদের ধর্ম-বিশ্বাসকে আঘাত করছেন৷ স্বজনপোষণ, দুর্নীতি এবং মুসলিম তোষণের ঝুডি় নিয়ে ঘুরছেন৷’

ওই সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উত্তরপ্রদেশের মাটিতে আবার দুই যুবরাজের অভিনীত ছবির শু্যটিং শুরু হয়েছে৷ যা রাজ্যের মানুষ আগেই বাতিল করে দিয়েছেন৷ প্রতিবার এঁরা রাজ্যের মানুষের কাছে ভোট দিন বলে স্বজনপোষণ, দুর্নীতি ও মুসলিম তোষণের বস্তা ঘাডে় করে ঘুরে বেড়ান৷ এইসব প্রচারে তাঁরা আমাদের ধর্ম-বিশ্বাসকে আঘাত করা ছাড়া আর কিছুই করেন না৷

১৭ এপ্রিল রাম নবমীর দিন অযোধ্যায় রাম মন্দিরে রামের মূর্তির কপালে সূর্যতিলকের দৃশ্য নিয়েও বিরোধী দুই নেতাকে নিশানা করেন প্রধানমন্ত্রী৷ বলেন, গোটা দেশ যখন রামচন্দ্রের সূর্যতিলক দর্শন এবং রামনবমী পালন করল, তখন এরা তাঁকে রাজনীতি বলে উপহাস করতে ছাডে়নি৷ কয়েকদিন আগে রাহুল ও অখিলেশ যৌথ সাংবাদিক করে মোদিকে ধর্মীয় মেরুকরণের কাঠগড়ায় দাঁডি় করিয়ে তোপ দাগেন৷ তার জবাব দিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের শাহজাদা ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে পবিত্রভূমি দ্বারকায় সমুদ্রের নীচে আমার পুজো করা নিয়ে মজা করেছেন৷