• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহারাষ্ট্রে তরুণীকে চলন্ত গাড়িতে ‘ধর্ষণ’

মহারাষ্ট্রে তরুণীকে চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগ উঠল। মুম্বই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে লোনাভলায় এই ঘটনা ঘটেছে।

মহারাষ্ট্রে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। মুম্বই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে লোনাভলায় এই ঘটনা ঘটেছে। চলন্ত গাড়িতে ২৩ বছরের ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩৫ বছরের এই যুবকের সঙ্গে নির্যাতিতার আগে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা লোনাভলার বাসিন্দা। শুক্রবার রাতে তরুণী বাড়ি ফেরার সময় তাঁর পাড়া থেকেই অভিযুক্ত তাঁকে অপহরণ করেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। এর পরে তরুণীকে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘোরে গাড়িটি। চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করা হয়। শনিবার ভোরের দিকে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে অভিযুক্ত গাড়ি নিয়ে পালিয়ে যান।

Advertisement

নির্যাতিতার দাবি, কিছু বুঝে ওঠার আগেই জোর করে তাঁকে গাড়িতে তোলা হয়েছিল। লোনাভলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তিনি বলেন, ‘তুংগারলির একাধিক জায়গায় ঘোরানো হয় এবং একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তারপর শনিবার ভোররাতে রাস্তায় ফেলে রেখে চলে যায়।’

Advertisement

তদন্তে উঠে এসেছে, গাড়িতে একজনই ছিলেন। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয়েছে, ধর্ষণের অভিযোগের সময় এবং জায়গা অনুযায়ী অভিযুক্ত একাই ছিলেন। তিনি তরুণীর পূর্বপরিচিত। তরুণীর অভিযোগের ভিত্তিতে অপহরণ এবং ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement