ভারতীয় হিসেবেই গর্বিত: রতন টাটা 

ভারতীয় হিসেবেই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। আলাদা করে আর ‘ভারতরত্ন’ না পেলেও চলবে। জানালেন শিল্পপতি রতন টাটা। 

Written by SNS New Delhi | February 7, 2021 2:40 pm

টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। (File Photo: AFP)

টাটা কর্ণধার রতন টাটা’কে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন’য় ভূষিত করার দাবিতে নেটমাধ্যমে প্রচারে নেমেছেন নেটাগরিকদের একাংশ। তা বন্ধ করার আর্জি জানিয়েছেন টাটা কর্ণধার রতন টাটা। 

ভারতীয় হিসেবেই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। আলাদা করে আর ‘ভারতরত্ন’ না পেলেও চলবে। জানালেন শিল্পপতি রতন টাটা। 

শনিবার সকালে টুইটারে রতন টাটা লেখেন, ‘একটি সম্মান নিয়ে নেটমাধ্যমের একাংশ আমাকে নিয়ে যে আবেগ দেখাচ্ছেন, তাতে সত্যিই অভিভূত আমি। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এই প্রচার বন্ধ করুন। ভারতের নাগরিক হিসেবে এবং দেশের উন্নতি এবং সমৃদ্ধির ভাগীদার হতে পেরেই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি আমি।’