• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেঙ্গালুরুতে পঞ্চম শ্রেণির ছাত্রকে ক্লাসরুমে আটকে মারধর করার অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে

বেঙ্গালুরুর এক বিদ্যালয়ের প্রিন্সিপালের উপর উঠল পঞ্চম শ্রেণির ছাত্রকে মারধর করার অভিযোগ

বেঙ্গালুরুর এক বিদ্যালয়ের প্রিন্সিপালের উপর উঠল পঞ্চম শ্রেণির ছাত্রকে মারধর করার অভিযোগ। ওই বিদ্যালয়ের আরও একজন শিক্ষিকার বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ তুলেছেন ছাত্রের মা। অভিযোগ উঠেছে ওই ছাত্রকে ক্লাসরুমে আটকে রেখে মারধর করা হয়েছে।

যে স্কুলে ঘটনাটি ঘটেছে সেটি রয়েছে বেঙ্গালুরুর মাগাড়ি রোডে। গত ১৪ অক্টোবর পঞ্চম শ্রেণির ন’বছর বয়সি এক ছাত্রকে স্কুলের একটি ক্লাসরুমে আটকে রেখে মারধর করা হয়। ছাত্রের মা জানিয়েছেন,  সেদিন সকালে তাঁর ছেলে স্কুলে যাওয়ার পর তাঁকে একটি ফাঁকা ক্লাসরুমে আটকে দেওয়া হয়।

Advertisement

তার পরে স্কুলের প্রিন্সিপাল রাকেশ কুমার এবং চন্দ্রিকা নামের এক শিক্ষিকা পাইপ দিয়ে বাচ্চাটিকে মারধর করেন। ওই ছাত্রকে বিকেল পর্যন্ত আটকে রাখা হয়। ছাত্রের মায়ের অভিযোগের উপর ভিত্তি করে স্কুলের প্রিন্সিপালকে আটক করে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে, তিনি ঘটনাটি স্বীকার করেন। তিনি বলেন যে, ওই ছাত্রের স্কুলে উপস্থিতির হার কম ছিল। সেই কারণে তাকে শাস্তি দেওয়া হয়। অভিযুক্ত পরে জামিনে ছাড়া পান।

Advertisement

Advertisement