• facebook
  • twitter
Tuesday, 22 April, 2025

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম মেলা, নতুন কর্মসংস্থানের সুযোগ

সিআইআই-এর সুরেশ নিয়োতিয়া সেন্টার অব এক্সেলেন্স ফর লিডারশিপের চেয়ারম্যান হর্ষবর্ধন নিয়োতিয়া, এমসিএ-র অতিরিক্ত সচিব অনুরাধা ঠাকুর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

ফাইল চিত্র

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (পিএমআইএস) মেলা। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করে অসংখ্য তরুণ-তরুণী ও দেশের বিভিন্ন নামী সংস্থা। মেলায় ৭০০-র বেশি চাকরিপ্রার্থী ও ৩০টিরও বেশি কোম্পানি অংশ নেয়। সিআইআই-র পরিচালক চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই মেলা তরুণদের চাকরির দুনিয়ার সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে এবং শিল্প ও শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।’

এদিনের অনুষ্ঠানে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব দীপ্তি গৌর মুখার্জি বলেন, ‘দেশের তরুণদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা ও তাদের দক্ষতা বৃদ্ধি করাই এই উদ্যোগের লক্ষ্য।’ তিনি জানান, ইতিমধ্যে ১.২৭ লক্ষ ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
পিএমআইএস-র সফল ইন্টার্নদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। ভবিষ্যতে প্রতি ৩-৪ মাস অন্তর এই ধরনের মেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এছাড়াও, অনলাইনে মেন্টরশিপ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও রয়েছে। যেখানে ইন্টার্নরা কাজ শেখার সুযোগ পাবেন।
এদিনের মেলায় উপস্থিত ছিলেন সিআইআই-এর সুরেশ নিয়োতিয়া সেন্টার অব এক্সেলেন্স ফর লিডারশিপের চেয়ারম্যান হর্ষবর্ধন নিয়োতিয়া, এমসিএ-র অতিরিক্ত সচিব অনুরাধা ঠাকুর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম মেলার মধ্যে দিয়ে দেশের শিক্ষার্থী ও যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম তৈরি হলো, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।