আগামী ২৪ ফেব্রুয়ারি পিএম কিষাণের ১৯তম কিস্তি প্রদান অনুষ্ঠান। ভার্চুয়ালে এই কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি বিশেষ লিঙ্কের মাধ্যমে অনলাইনে যোগদান করবেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। ইতিমধ্যে দেশের কৃষকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওয়েবকাস্ট লিঙ্ক পাঠানো শুরু হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে মোদী সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দপ্তর এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওয়েবকাস্ট লিঙ্ক পাঠানো শুরু করে দিয়েছে।
পিএম কিষানের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এবার দেশের প্রায় ৯ কোটি ৭০ লক্ষ কৃষক ১৯তম কিস্তির টাকা পেতে চলেছেন। এই কিস্তিতে প্রায় ২২০০ কোটিরও বেশি টাকা পাঠানো হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। গতবার অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তিতে প্রায় সাড়ে ৯ লক্ষ কৃষককে প্রায় ২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণাল সূত্রের খবর, ইতিমধ্যে পিএম কিষানের স্ট্যাটাসে কৃষকদের অর্থ প্রদানের এফটিও প্রসেস সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় কৃষি দপ্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। যেসব কৃষকদের এই এফটিও প্রসেস সম্পন্ন হয়ে গিয়েছে, তাঁরা ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিশ্চিতভাবে টাকা পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। তবে পিএম কিষানের ১৯তম কিস্তি পাওয়ার ক্ষেত্রে কৃষকদের তিনটি শর্ত মজবুত থাকতে হবে। এই শর্ত তিনটি হল- ই কেওয়াইসি সিডিং, ল্যান্ড সিডিং ও আধারের সঙ্গে ব্যাংক সিডিং।
তবে এবার এই প্রকল্পের অধীনে কৃষকদের ২ থেকে ৮ হাজার টাকা করে দেওয়া হবে। কারণ, আগের একাধিক কিস্তিতে বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতাধীন অনেক কৃষক টাকা পাননি। এক একজন কৃষকের সেই বকেয়া অর্থের পরিমাণ ২ থেকে ৬ হাজার টাকা। সেজন্য ১৯তম কিস্তির টাকা সহ কৃষকদের বকেয়া অর্থও দেওয়া হবে বলে সূত্রের খবর। কোন কৃষকের কত টাকা বকেয়া রয়েছে, প্রত্যেকের স্ট্যাটাস রিপোর্টেই তা স্পষ্ট।
উল্লেখ্য, কয়েকমাস আগে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিহারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি ঘোষণা করেন, এবারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অর্থ প্রদান কর্মসূচি বিহারেই শুরু করা হবে। পরে অফিসিয়ালি কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় জানিয়ে দেয়, আগামী ২৪ শে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন।